Airstrike in Gaza: গাজাতে আন্তর্জাতিক ত্রাণকর্মীদের উপর হামলা, নিহত ৭, বন্ধ হয়ে গেল চ্যারিটি…

এবার গাজাতে ত্রাণকার্যে নিয়োজিত সাতজন কর্মীকে হত্যা করা হয়েছে বলে খবর। মনে করা হচ্ছে ইজরায়েলি বিমান হানায় তাদের মৃত্যু হয়েছে। আন্তর্জাতিক সহায়তায় তারা গাজায় কিচেন চালাচ্ছিলেন। তাদের উপরই বিমান হানা হয়। এদিকে তারা মূলত যুদ্ধবিধ্বস্ত মানুষদের মধ্য়ে রান্না করা খাবার বিলি করতেন। আর সেই তাদের উপরই বিমান হানা হয়েছে বলে খবর। 

এদিকে সামগ্রিক পরিস্থিতিতে ত্রাণ নিয়ে যাওয়া জাহাজগুলিও ফিরে আসছে বলে খবর। প্রায় ২৪০ টন ত্রাণ এখনও বিলি করা হয়নি। কিন্তু সামগ্রিক পরিস্থিতিতে এবার সেই ত্রাণ ফিরে আসছে বলে খবর। সিবিএস নিউজ সূত্রে খবর, কারা এই হামলা চালিয়েছে সেটা পুরোটা এখনও স্পষ্ট নয়। 

নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে সোমবার ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের সাতজন নিহত হয়েছেন। এদিকে এর পেছনে ইজরায়েলের বাহিনী রয়েছে বলে খবর। এদিকে সামগ্রিক পরিস্থিতিতে ওই এলাকায় তারা কাজ বন্ধ করে দিয়েছে। তবে এভাবে তারা রান্না বন্ধ করে দেওয়ার জেরে প্রচুর মানুষ কার্যত অভুক্ত অবস্থায় দিন কাটাচ্ছেন। 

সূত্রের খবর, গাড়িতে চেপে ওই  ত্রাণ কর্মীরা যাচ্ছিলেন। সেই সময় তাদের উপর হামলা চালানো হয়। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, ফের যেন এই ধরনের হানা না হয় সেটা দেখা হবে। যারা মারা গিয়েছেন তার মধ্য়ে তিনজন ব্রিটিশ নাগরিক, একজন অস্ট্রেলিয়ান, একটি পোলিশ, একজন আমেরিকান-কানাডিয়ান নাগরিক আছেন। তার মধ্য়ে একজন প্যালেস্তাইনের বাসিন্দাও রয়েছেন। ছবিতে দেখা গিয়েছে তাদের পোশাকে চ্যারিটি লোগো রয়েছে। খবর এপি সূত্রে।