Pakistan Viral Video: মুরগির মাংস ভালো হয়নি, স্ত্রীকেই জানালা থেকে ফেলে দিলেন স্বামী! ভাইরাল পাকিস্তানি ভিডিয়ো

রাগ যে কখন রোগে পরিণত হয়ে যাবে, ধরতে পারবেন না। রান্নার গড়মিলে মানুষের প্রাণ তুচ্ছ আজকাল। অবশ্যই খেতে বসে ভালো ভালো খাবার না পেলে অস্বস্তি হয়। তাই বলে যে রান্না করেছেন, তাঁকে ছুঁড়ে ফেলে দিলেন কীভাবে, আদৌ কী ছুঁড়ে ফেলে দিয়েছিলেন, নাকি অত্যাচারে অতিষ্ঠ হয়ে নিজেই নিজের প্রাণটি দিতে চলেছিলেন। ভাইরাল ভিডিয়ো দেখলে কিছুটা আঁচ পাবেন। তার উপর পুলিশি তদন্তে উঠে আসা নানান অনুসন্ধান তো রয়েছেই।

ঘটনাস্থল থেকেই একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে এখন, যেখানে একজন মহিলাকে উপর থেকে নীচে রাস্তায় পড়ে যেতে দেখা গিয়েছে। উপর থেকে নীচে পড়ার সময় সিসিটিভিতে ধরা পড়েছে ফুটেজ। বলা হচ্ছে নাকি, মুরগির মাংস ঠিকমতো রান্না না করায় শ্বশুরবাড়ির লোকজন ওই মহিলাকে বেধড়ক মারধর করছিলেন এবং বাড়ির জানালা থেকে নীচে ফেলে দিয়েছিলেন তাঁর স্বামীই। এআরওয়াই নিউজের মতে, মরিয়ম স্বামী শাহবাজ, দেওর রোমান এবং শাশুড়ি শাজিয়ার হাতে এই অগ্নিপরীক্ষার মুখোমুখি হয়েছিলেন।

  • ঠিক কী দেখা গিয়েছে ভাইরাল ভিডিয়োতে

কেউ যদি ভিডিয়োটি ভালোভাবে খুঁটিয়ে দেখেন, তাহলে কিন্তু বেশ বুঝতে পারবেন, দরজার কাছে দাঁড়িয়ে থাকা বাচ্চা সরে গেল।হঠাৎ করে রাস্তার উপর পড়ে গিয়ে তারস্বরে চিৎকার করছেন এক আহত নারী। আশেপাশের লোকজন বাড়ি থেকে বেরিয়ে মহিলাকে সাহায্য করতে এগিয়ে আসলেন। এ ঘটনায় ওই নারীর পা-ও গুরুতরভাবে আহত হয়েছে বলে জানা গিয়েছে।

  • কোথায় ঘটেছে এমন মর্মান্তিক ঘটনা

ঘটনাটি পাকিস্তানের লাহোরের। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ঘটনাটি ৯ মার্চ লাহোরের নোনারিয়ান চকের শালিমার রোডের কাছে ঘটেছিল। ওই মহিলার নাম মরিয়ম। পাকিস্তানের পঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরিফ ঘটনার নিন্দা করে প্রধান সন্দেহভাজনকে গ্রেপ্তারের ঘোষণা করেছেন। তিনি বলেছিলেন, স্বামী এবং দেওরকে হেফাজতে নেওয়া হয়েছে। এই মর্মান্তিক ঘটনার সম্পূর্ণ বিবরণ উদঘাটনের জন্য তদন্ত চলছে। এরপর খবরে বলা হয়েছে, পুলিশ মামলা দায়ের করেছে এবং ঘটনার সঙ্গে জড়িত প্রধান আসামিসহ পরিবারের কয়েকজন সদস্যকে গ্রেফতারও করেছে। এই মহিলা পরিবারের উপর বিরক্ত হয়ে ইচ্ছাকৃতভাবে আত্মহত্যার চেষ্টা করেছিলেন কিনা পুলিশ এই দিক থেকেও তদন্ত করছে।

তবে ঘটনার ভিডিয়ো দেখার পর এ নিয়ে রীতিমত ক্ষোভে ফেটে পড়ছেন নেটিজেনরা, মন্তব্য করছেন অনেকেই। একজন লিখেছেন, ‘এমন মানুষ সংসার করার যোগ্য নয়, আল্লাহ কেন এমন লোকের ঘরে নারীদের নিয়ে আসেন।’ অন্যজন লিখেছেন যে নারীদের অবস্থা এবং তাঁদের জীবনে তাঁরা কত সমস্যার সম্মুখীন হয় তা দেখলে সত্যিই অবাক লাগে। আরও একজন লিখেছেন, আমাকে বলুন, মানুষ এত ছোটখাটো বিষয়ে নারীদের ঘর থেকে বের করে দেয়। এটাকে কেউ অধিকার বলতে পারবে না।