Best ten tips to stay safe from heat wave in bengali in pics

তাপপ্রবাহ থেকে বাঁচতে প্রথমেই যতটা সম্ভব রোদে কম বেরোতে হবে। একান্ত দরকার না হলে রোদে না বেরোনোই ভাল।(ছবি সৌজন্য – পিটিআই)

একান্ত দরকারে বাইরে বেরোতে হলে সঙ্গে রাখুন ছাতা, সানস্ক্রিন ও জল। সানস্ক্রিন মেখে তবে বেরোন।(ছবি সৌজন্য - পিটিআই)

একান্ত দরকারে বাইরে বেরোতে হলে সঙ্গে রাখুন ছাতা, সানস্ক্রিন ও জল। সানস্ক্রিন মেখে তবে বেরোন।(ছবি সৌজন্য – পিটিআই)

তাপপ্রবাহে শরীর ভাল রাখতে নিয়ম করে জল খাওয়া দরকার। জল শরীরকে ডিহাইড্রেট হতে দেয় না। জল কমে গেলে অঙ্গগুলি ঠিকমতো কাজ করে না।(ছবি সৌজন্য - পিটিআই)

তাপপ্রবাহে শরীর ভাল রাখতে নিয়ম করে জল খাওয়া দরকার। জল শরীরকে ডিহাইড্রেট হতে দেয় না। জল কমে গেলে অঙ্গগুলি ঠিকমতো কাজ করে না।(ছবি সৌজন্য – পিটিআই)

ঘর ঠান্ডা রাখতে জানালার পর্দা নামিয়ে ঘর অন্ধকার করে রাখা ভাল। এতে সরাসরি তাপ ঘরে আসবে না।(ছবি সৌজন্য - পিটিআই)

ঘর ঠান্ডা রাখতে জানালার পর্দা নামিয়ে ঘর অন্ধকার করে রাখা ভাল। এতে সরাসরি তাপ ঘরে আসবে না।(ছবি সৌজন্য – পিটিআই)

এছাড়াও, কুলার বা ফ্যান ব্যবহার করা গেলে আরও ভাল হয়। এতে ঘর দ্রুত ঠান্ডা হয়। তবে বাতাসে আর্দ্রতা বেশি থাকলে ফ্যানে বিশেষ কাজ হয় না।(ছবি সৌজন্য - পিটিআই)

এছাড়াও, কুলার বা ফ্যান ব্যবহার করা গেলে আরও ভাল হয়। এতে ঘর দ্রুত ঠান্ডা হয়। তবে বাতাসে আর্দ্রতা বেশি থাকলে ফ্যানে বিশেষ কাজ হয় না।(ছবি সৌজন্য – পিটিআই)

ওরাল রিহাইড্রেশনের প্যাকেট সঙ্গে রাখতে হবে। এটি শরীরে কিছু জরুরি ইলেক্ট্রোলাইটসের ভারসাম্য ঠিক রাখতে সাহায্য করে।(ছবি সৌজন্য - পিটিআই)

ওরাল রিহাইড্রেশনের প্যাকেট সঙ্গে রাখতে হবে। এটি শরীরে কিছু জরুরি ইলেক্ট্রোলাইটসের ভারসাম্য ঠিক রাখতে সাহায্য করে।(ছবি সৌজন্য – পিটিআই)

একটি ভিজে রুমাল বা তোয়ালে ব্যবহার করতে পারেন। এটি গলা ও ঘাড়ের কাছে দিয়ে রাখলে অনেকটা আরাম পাওয়া যায়।(ছবি সৌজন্য - পিটিআই)

একটি ভিজে রুমাল বা তোয়ালে ব্যবহার করতে পারেন। এটি গলা ও ঘাড়ের কাছে দিয়ে রাখলে অনেকটা আরাম পাওয়া যায়।(ছবি সৌজন্য – পিটিআই)

হালকা জামাকাপড় গরম থেকে বাঁচার সেরা উপায়। আঁটোসাঁটো জামা একেবারেই পরা যাবে না।(ছবি সৌজন্য - পিটিআই)

হালকা জামাকাপড় গরম থেকে বাঁচার সেরা উপায়। আঁটোসাঁটো জামা একেবারেই পরা যাবে না।(ছবি সৌজন্য – পিটিআই)

বেশি ও আঁটোসাঁটো পোশাক পরলে ডিহাইড্রেশন বাড়ে। বেশি গরম লাগে। এর তাই এই ধরনের পোশাকের বদলে কটনের হালকা কাপড় পরুন।(ছবি সৌজন্য - পিটিআই)

বেশি ও আঁটোসাঁটো পোশাক পরলে ডিহাইড্রেশন বাড়ে। বেশি গরম লাগে। এর তাই এই ধরনের পোশাকের বদলে কটনের হালকা কাপড় পরুন।(ছবি সৌজন্য – পিটিআই)

বাচ্চা, বয়স্ক ও গর্ভবতী মহিলাদের ক্ষেত্রেও একই নিয়ম মেনে চলতে হবে।(ছবি সৌজন্য - পিটিআই। ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।)

বাচ্চা, বয়স্ক ও গর্ভবতী মহিলাদের ক্ষেত্রেও একই নিয়ম মেনে চলতে হবে।(ছবি সৌজন্য – পিটিআই। ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।)

Published at : 02 Apr 2024 02:19 PM (IST)

আরও জানুন লাইফস্টাইল

আরও দেখুন