England’s star all-rounder Ben Stokes pulls out of T20 World Cup get to know

লন্ডন: টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2022) ইংল্যান্ডের জার্সিতে দেখা যাবে না বেন স্টোকসকে (Ben Stokes)। নিজেই জানিয়ে দিয়েছেন তিনি ইসিবি ও ওয়েলস ক্রিকেট বোর্ডকে। লাল বলের ফর্ম্য়াটে খেলতে চান। আর তাই নিজেকে ফিট রাখতে চান ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক। তাই কুড়ির ফর্ম্য়াটের বিশ্বকাপ থেকে নাম তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বেন স্টোকস। ব্যাট হাতে গত কয়েক বছরে দলের মিডল অর্ডারে অভিজ্ঞতার ঝুলি নিয়ে ভরসা জুগিয়ে গিয়েছেন। কিন্তু বল হাতে পুরনো অলরাউন্ডার স্টোকসকে খুব একটা দেখা যায়নি। কিন্তু এবার বল হাতেও নিজেকে মেলে ধরতে চান আসন্ন টেস্ট গুলোয়। তার জন্যই নিজেকে পুরো ফিট রাখতেই এবার বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তারকা ইংরেজ অলরাউন্ডার। উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসতে চলেছে। ইংল্যান্ড আগামী ৪ জুন খেলবে তাদের প্রথম ম্য়াচ স্কটল্য়ান্ডের বিরুদ্ধে। 

শেষবার টি-টোয়েন্টি বিশ্বকাপ হয়েছিল ২০২২ সালে। অস্ট্রেলিয়ায় আয়োজিত টি-২০ বিশ্বকাপ চ্য়াম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড। সেই প্রতিযোগিতায় দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন বেন স্টোকস। ফাইনালে খেলেছিলেন ম্যাচ জেতানো ইনিংস। এদিন এক বিবৃতিতে বিশ্বকাপজয়ী ইংরেজ অলরাউন্ডার বলেন, ”আমি বোলার হিসাবে নিজেকে তৈরি করছি। সব ধরনের ক্রিকেটে অলরাউন্ডার হিসাবে খেলতে চাই। আইপিএল খেলছি না। টি-টোয়েন্টি বিশ্বকাপও খেলব না। এর ফলে চোট সারিয়ে আমি অলরাউন্ডার হিসেবে ক্রিকেটে ফিরতে পারব।” তিনি আরও বলেন, ”প্রায় ৯ মাস বল করতে পারিনি। আমার হাঁটুতে অস্ত্রোপচার হয়েছিল। তবে ভারতের মাটিতে টেস্ট সিরিজ খেলতে এসেছিলাম যখন, তখন শেষের দিকে বল করেছিলাম। তবে স্বস্তি অনুভব করছিলাম না। কিন্তু আমি নিজেকে পুরো ফিট করে তুলতে চাই। কাউন্টি চ্যাম্পিয়নশিপে ডারহামের হয়ে খেলতে চাই। বলও করবে সেখানে।”

টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, ওমান ও নামিবিয়া। ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে ম্য়াচে উইনিং শট এসেছিলেন বাঁহাতি অলরাউন্ডারের ব্যাট থেকেই। এমনকী নিজের টি-টোয়েন্টি কেরিয়ারের একমাত্র অর্ধশতরানও পূরণ করেছিলেন স্টোকস। মেলবোর্ন ক্রিকেট গ্রৈাউন্ডে সেদিন অপরাজিত ৫২ রানের ইনিংসও খেলেন তিনি। এরপর থেকে ২০২৪ পর্যন্ত মাত্র দুটো টি-টোয়েন্টি ম্য়াচই খেলেছেন স্টোকস। আর দুটোই হল গত বছর আইপিএলে। এবার আইপিএল থেকেও নিজের নাম তুলে নিয়েছিলেন স্টোকস।

আরও দেখুন