Hernia Surgery What it is Hernia Symptoms Types Causes Treatment In Bengali

কলকাতা: বেশি বয়সে অনেকেরই হার্নিয়ার সমস্যা দেখা দেয়। এটি শুধু পুরুষদের নয়, মহিলাদেরও হতে পারে। কিন্তু কেন হয় হার্নিয়া, কীই বা এর লক্ষণ? হার্নিয়া হলে কী করা উচিত, কীভাবে এর চিকিৎসা হয় ? এই সব কিছু নিয়ে এবিপি লাইভের সঙ্গে বিশদে আলোচনা করলেন আইএলএস হাসপাতালের অ্যাডভান্সড ল্যাপারোস্কোপিক সার্জেন চিকিৎসক রাকেশ খান। 

হার্নিয়া কী কী ধরনের ও কেমন লক্ষণ 

হার্নিয়া মূলত একধরনের ফোলাভাব। বেশিরভাগ ক্ষেত্রে কাশির সঙ্গে সঙ্গে এই ফোলাভাব বাড়তে থাকে। কিছু ক্ষেত্রে বেশি ওজনের বইবার কারণেও এই সমস্যা হতে পারে। হার্নিয়া হতে পারে অল্প বয়সেও। সাধারণত পেটের কাছাকাছি এলাকা থেকে হার্নিয়া শুরু হয়। হার্নিয়া বেশ কয়েকরকম হতে পারে বলে জানান চিকিৎসক। এর মধ্যে দুটি খুব কমন বা বেশি দেখা যায়। একটি হল ইনগুইনাল হার্নিয়া। এই হার্নিয়াতে অন্ত্রের কিছু অংশ শুক্রথলির মধ্যে চলে আসে। অন্যটি হল অ্যাম্বিলিকাল হার্নিয়া। এটি নাভির চারপাশে হয়। মেয়েদের মধ্যে মূলত এটি দেখা যায়। কারণ গর্ভাবস্থার পর নাভির চারপাশে দুর্বল হয়ে যায়। এর ফলে একটি ফাঁকা অংশ তৈরি হয়। সেখানে অন্ত্রের কিছু অংশ প্রবেশ করে। দীর্ঘদিন ধরে এটি হলে প্রচন্ড ব্য়থা হতে থাকে। যে কারণে সঙ্গে সঙ্গে অস্ত্রোপচার করতে হয়।

হার্নিয়ার অস্ত্রোপচার

ইনগুইনাল হার্নিয়ার চিকিৎসা দুইরকম। ওপেন সার্জারি ও ল্যাপারোস্কোপিক সার্জারি। ওপেন সার্জারিতে তিন চার ইঞ্চি কেটে একটি জালের মতো অংশ বসিয়ে দেওয়া হয়। জাল বসানোর ফলে ভবিষ্যতে আর ওই অংশ ফুলে যায় না। এটি শরীরে থেকে যায়। বর্তমানে ল্যাপারোস্কোপিক সার্জারি করা হয়। পাশাপাশি রোবটিক সার্জারিও করা হয়। অ্যাম্বিলিকাল হার্নিয়াও বর্তমানে একই ভাবে  অস্ত্রোপচার করা হয়। তবে এই পদ্ধতির নাম আইপোম (intraperitoneal onlay mesh)। 

ইনসিশনাল হার্নিয়া

কোনও অস্ত্রোপচারের পর হার্নিয়া হলে তাকে ইনসিশনাল হার্নিয়া বলে। এটি সিওপিডি, ডায়াবেটিসের মতো রোগ রয়েছে, এমন ব্যক্তিদের বেশি হয়। এই ক্ষেত্রেও অন্ত্রের অংশ ওই ভাবে বেরিয়ে এসে ছড়িয়ে পড়ে। চিকিৎসকের কথায়, হার্নিয়া হলে তা ফেলে না রেখে অস্ত্রোপচার করে ফেলা উচিত। ফেলে রাখলে এটি বেড়ে যায়। পরে জরুরি পরিস্থিতিতে অস্ত্রোপচার করাতে হয়। তখন প্রাণের ঝুঁকি থাকে।

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আরও পড়ুন – Health News: হলদেটে ছোপ হার্টে! কেন হয় ? কীসের লক্ষণ ?

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও দেখুন