নর্থ ক্যারোলিনা ইউনিভার্সিটির ছাত্রাবাসে গুলি, আহত ১

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা সেন্ট্রাল ইউনিভার্সিটি (এনসিসিইউ)-র একটি ছাত্রাবাসে গুলির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২ এপ্রিল) ওই ঘটনায় একজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। যুক্তরাষ্ট্রভিত্তিক বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

ডারহামের এই বিশ্ববিদ্যালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রাত সোয়া ১০টায় লসন স্ট্রিট ছাত্রাবাসে পুলিশ ডাকা হয়েছে। তখন বিশ্ববিদ্যালয়ে লকডাউন ঘোষণা করে বলা হয়েছিল, সশস্ত্র ব্যক্তি এই এলাকাতেই রয়েছেন।

ডারহাম পুলিশ বিভাগের মতে, তদন্তের সময় লসন স্ট্রিটের দুটি ব্লক প্রায় দুই ঘন্টা বন্ধ করে দিয়েছিলেন অফিসাররা।

আহত ব্যক্তির পরিচয় না দিয়ে বিশ্ববিদ্যালয় জানিয়েছে, আহত ব্যক্তিকে ডিউক বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সন্দেহভাজনদের বিষয়ে কোনও তথ্য না দিয়ে এনসিসিইউ পুলিশ প্রধান ড্যামন উইলিয়ামস একটি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন, এই ঘটনাকে ফৌজদারি তদন্ত হিসেবে বিবেচনা করা হচ্ছে।

এপি জানিয়েছে, এ ঘটনার বিস্তারিত জানতে চাইলে সাড়া দেয়নি উত্তর ক্যারোলিনা সেন্ট্রাল ইউনিভার্সিটি ও ডারহাম পুলিশ বিভাগ।

বিশ্ববিদ্যালয় দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার বেলা ১২টা ২০ মিনিটে লকডাউন তুলে নেওয়া হয়েছে। ক্যাম্পাস এখন আশঙ্কামুক্ত। তবে যাদের সাহায্য প্রয়োজন তাদের সহায়তা প্রদান করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট অনুসারে, এই ইউনিভার্সিটিতে প্রায় আট হাজার শিক্ষার্থী রয়েছেন। লসন স্ট্রিট ছাত্রাবাসে ৪৫০ জনেরও বেশি শিক্ষার্থী থাকেন।