Iftar party: তমলুকে ইফতার পার্টিতে পরোটা খেতেই বিপত্তি, বিষক্রিয়ায় অসুস্থ শতাধিক

রমজান মাসে আয়োজন করা হয়েছিল ইফতার পার্টির। আর সেই ইফতার পার্টিতে পরোটা খেতেই একে একে অসুস্থ হয়ে পড়লেন শতাধিক মানুষ। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে। সময় যত বাড়তে থাকে অসুস্থদের সংখ্যাও বাড়তে থাকে। এই ঘটনায় অসুস্থদের ভরতি করা হয় হাসপাতালে। এরমধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

আরও পড়ুন: খাদ্যে বিষক্রিয়া,কুলতলিতে ইফতার পার্টির খাবার খেয়ে মৃত্যু কিশোরীর, অসুস্থ শতাধিক

স্থানীয় এবং প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, রমজান মাসে গত রবিবার তমলুকের নন্দকুমার থানার শীতলপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত কল্যাণচকে ইফতার পার্টির আয়োজন করা হয়েছিল। তাতে কয়েকশো মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছিল। ইফতারে বিভিন্ন ধরনের ফল ছাড়াও আমন্ত্রিতদের পরিবেশন করা হয়েছিল পরোটা। আমন্ত্রিতরা সকলেই ইফতারে পরিবেশন করা পরোটা খেয়েছিলেন। আর তারপরেই ঘটে বিপত্তি। ইফতার করার পর থেকেই একে একে অসুস্থ হতে শুরু করেন আমন্ত্রিতরা। কারও পেট ব্যথা, কারও বমি আবার কারও মাথা ব্যথা শুরু হয়ে যায়। এর ফলে বহু মানুষ অসুস্থ হয়ে পড়েন। সময়ের সঙ্গে সঙ্গে অসুস্থ হওয়ার সংখ্যাও বাড়তে থাকে।

জানা গিয়েছে , বুধবার সকাল পর্যন্ত শতাধিক মানুষ অসুস্থ হয়েছেন। বেশ কয়েকজনকে খেজুরবেড়িয়ার গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে ভরতি করা হয়। আবার অনেকের চিকিৎসা চলছে বাড়িতে। ঘটনার খবর পেতে এলাকায় আতঙ্ক ছড়ায়। এদিকে, খবর পেয়ে সেখানে পৌঁছন বিধায়ক সুকুমার দে, বিডিও দীনেশ দে সহ ব্লক প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে একটি মেডিক্যাল টিম পাঠানো হয়েছে। প্রসঙ্গত, এই অঞ্চলটি তমলুক লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে। ঘটনার খবর পেয়ে অসুস্থদের দেখতে যান সিপিএম প্রার্থী সায়ন বন্দোপাধ্যায়।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, পরোটা থেকে খাবারে বিষক্রিয়া ছড়িয়েছে। স্থানীয়দের অভিযোগ, নন্দকুমারের একটি স্থানীয় দোকান থেকে ইফতার পার্টির জন্য পরোটার অর্ডার দেওয়া হয়েছিল। সেই পরোটা খাওয়ার পরেই একে একে অসুস্থ হতে শুরু করেন আমন্ত্রিতরা। এর মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের হাসপাতালে চিকিৎসা চলছে।