WhatsApp and Instagram Down: রাতে ফোনে খুলছে না WhatsApp, ডাউন ওয়েব ভার্সনও, ঝুলে গিয়েছে ইনস্টাগ্রাম

বিশ্বের বিভিন্ন প্রান্তে বিঘ্নিত হল মেটার মালিকাধীন হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম পরিষেবা। ব্যবহারকারীরা দাবি করেছেন যে বুধবার রাত ১১ টা ৪৫ মিনিট নাগাদ থেকে হোয়াটসঅ্যাপ পরিষেবা ব্যাহত হয়েছে। ফোনে ইন্টারনেট থাকলেও হোয়াটসঅ্যাপে কোনও মেসেজ আসছে না। ইন্টারনেট না থাকলে হোয়াটসঅ্যাপের যেরকম অবস্থা হয়, এখন সেরকম হয়ে আছে বলে দাবি করেছেন ব্যবহারকারীদের একাংশ। শুধু তাই নয়, ব্যবহারকারীদের একাংশ অভিযোগ করেছেন যে ডেস্কটপ বা ল্যাপটপ থেকেও হোয়াটসঅ্যাপের ওয়েব ভার্সন খোলা যাচ্ছে না। হোয়াটসঅ্যাপের ওয়েব ভার্সন খুলতে গেলেই বলা হচ্ছে, ‘পরিষেবা মিলছে না। হোয়াটসঅ্যাপে কানেক্ট করার ক্ষেত্রে আমরা সমস্যার মুখে পড়ছি। কয়েক মিনিট পরে আমরা চেষ্টা করুন।’ সেইসঙ্গে ইনস্টগ্রামের পরিষেবাও বিঘ্নিত হয়েছে বলে দাবি করেছেন ব্যবহারকারীরা। তাঁরা দাবি করেছেন যে ইনস্টাগ্রাম খোলা গেলেও ফিড রিফ্রেশ করা যাচ্ছে না।

অনলাইনে বিভিন্ন পরিষেবা ব্যাহত হওয়ার উপর নজরদারি সংস্থা ‘ডাউন ডিটেক্টর’-র (Downdetector) তথ্য অনুযায়ী, বুধবার রাত ১১ টা ২০ মিনিটে হোয়াটসঅ্যাপ নিয়ে মাত্র চারটি রিপোর্ট জমা পড়েছে। কিন্তু রাত ১১ টা ৫০ মিনিটে সেই অভিযোগের সংখ্যা বেড়ে হয়েছে ৪৫,৬৯১। ৫৯ শতাংশ অভিযোগকারী দাবি করেছেন যে তাঁরা মেসেজ পাঠাতে পারছেন না। ২৫ শতাংশ অভিযোগকারী দাবি করেছেন যে মেসেজ যাচ্ছে না তাঁদের।

আরও পড়ুন: Income Tax Slabs for FY 2024-25: নয়া নাকি পুরনো আয়কর কাঠামো- কোনটা বেছে নেবেন? ৩ টিপসেই কেটে যাবে ট্যাক্স জট

‘ডাউন ডিটেক্টর’-র ওয়েবসাইটে একজন বলেছেন যে ‘আমরা হোয়াটসঅ্যাপ খুলছে না।’ অপর একজন ওই ওয়েবসাইটে অভিযোগ করেছেন, ‘আমি তো প্রথমে ভাবলাম যে আমার ইন্টারনেট পরিষেবা ব্যাহত হয়েছে। তারপর দেখলাম যে হোয়াটসঅ্যাপ কাজ করছে না।’ যদিও অপর একজন বলেছেন, ‘আমার তো হোয়াটসঅ্যাপ কাজ করছে। তবে আমি কয়েকজনকে মেসেজ পাঠালাম। তাদের একটা টিক পড়ে আছে। তাহলে ওদেরও হোয়াটসঅ্যাপ কাজ করছে না।’

আরও পড়ুন: Ishant’s yorker floors Russell: ইশান্তের ১৪৪ কিমির ইয়র্কারে ভাঙল স্টাম্প, পুরো উলটে পড়লেন রাসেল, দিলেন হাততালিও

অন্যদিকে, হোয়াটসঅ্যাপের মতো ইনস্টাগ্রামের পরিষেবাও ব্যাহত হয়েছে বলে দাবি করেছেন ব্যবহারকারীরা। ‘ডাউন ডিটেক্টর’-র ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, রাত ১১ টা ৪ মিনিটে যেখানে অভিযোগের সংখ্যা ছিল ২১, সেটাই রাত ১১ টা ৪৯ মিনিটে বেড়ে ঠেকেছে ২,৯৫৫-তে।

আরও পড়ুন: IIT Bombay campusing and placement: দেশের চতুর্থ সেরা কলেজ, সেই IIT বম্বের ৩৬% পড়ুয়াই চাকরি পাননি ক্যাম্পাসিং থেকে!