IPL 2024: Sunil Narine played a blistering innings 85 run on 39 ball get to know

বিশাখাপত্তনম: গৌতম গম্ভীরের (Gautam Gambhir) ছত্রছায়ায় এসে দলটাই যেন একেবারে বদলে গিয়েছে। আইপিএল (IPL 2024) জয়ী কেকেআর অধিনায়কের জমানাতে ওপেনিংয়ে নেমে মারকাটারি ইনিংস খেলতেন ক্যারিবিয়ান অলরাউন্ডার। সাত থেকে নারাইনকে (Sunil Narine) ওপেনিং স্লটে নিয়ে এসেছিলেন। সাফল্যও এসেছিল। এবার মেন্টর হিসেবে কেকেআর শিবিরে যোগ দেওয়ার পর ফের নারাইনকে ওপেনিংয়ে পাঠানো শুরু করলেন গম্ভীর। ফলও এল হাতে নাতে। টানা ২ ম্য়াচে কেকেআরের (Kolkata Knight Riders) জার্সিতে ওপেনিংয়ে নেমে এবারের আইপিএলে প্রথম অর্ধশতরান হাঁকালেন সুনীল নারাইন। 

আগের ম্য়াচে আরসিবির বিরুদ্ধে ৪৭ রানের ইনিংস খেলেছিলেন। সেদিন অল্পের জন্য অর্ধশতরান মিস করেছিলেন। এদিন অবশ্য আর সেই ভুল করলেন না। ফিল সল্টের সঙ্গেই ওপেনিংয়ে নেমেছিলেন। সল্ট আগের ম্য়াচে অর্ধশতরান হাঁকালেও এদিন ১৭ রান করেই ফিরে যান। তবে নারাইনকে কোনওভাবেই থামাতে পারেননি দিল্লি ক্যাপিটালসের বোলাররা। প্রতি ওভারেই প্রায় পনেরোর ওপরে গড় রেখে রান করে যাচ্ছিলেন নারাইন। মাত্র ২১ বলে নিজের অর্ধশতরান পূরণ করেন নারাইন। একটা সময় মনে হয়েছিল যে শতরান পেরিয়ে যাবেন হয়ত নারাইন। কিন্তু সেখান থেকে ব্যক্তিগত ৮৫ রানের মাথায় প্যাভিলিয়নে ফিরলেন ক্যারিবিয়ান তারকা। নিজের ইনিংসে সাতটি বাউন্ডারি ও সাতটি ছক্কা হাঁকালেন নারাইন। তিনি যখন ফিরলেন তখন ১২.৩ ওভারে বোর্ডে ১৬৪ রান বোর্ডে তুলে নিয়েছে কেকেআর।

 


আর নারাইন মারার লাইসেন্স পেলে যে কী করতে পারেন, বুধবার বিশাখাপত্তনমে তা হাড়ে হাড়ে বুঝলেন দিল্লি ক্যাপিটালসের বোলাররা। অনরিক নখিয়ার ভয়ঙ্কর গতি, খলিল আমেদের স্যুইং, অক্ষর পটেলের স্পিন, কিছুতেই থামানো গেল না নারাইন ঝড়। 

এদিন টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার। সিদ্ধান্তটা যে একেবারেই সঠিক ছিল, তা পন্থের কথাতেই পরিষ্কার হয়ে গিয়েছিল। কারণ তিনিও চেয়েছিলেন টস জিতলে ব্যাটিং নিতে। এরপর নারান, রঘুবংশীর শতরান। রাসেলের ঝোড়ো ইনিংস। রিঙ্কুর ক্যামিও সব মিলে ২০ ওভার পরে ২৭২/৭ বোর্ডে তুলে নিয়েছে কেকেআর। 

আরও পড়ুন: শাহরুখের সামনে অবিশ্বাস্য ব্যাটিং ঝড়, রেকর্ড কেকেআরের, আক্রান্ত সৌরভ-পন্থের দিল্লি

আরও দেখুন