ED writes to Food Dept.: বাতিল রেশন কার্ড কত, তথ্য জানতে চেয়ে প্রথমবার খাদ্য দফতরে চিঠি ইডি-র

খাদ্য দফতর থেকে কত রেশন কার্ড বাতিল করা হয়েছে এবার তার তথ্য চেয়ে খাদ্য দফতরে চিঠি দিল ইডি। তদন্তকারী সংস্থা মনে করছে ভুয়ো কার্ডের মাধ্যের রেশন দুর্নীতি করা হয়েছে। সেই ভুয়ো কার্ডের তথ্য নিয়ে দুর্নীতির পরিমাণ বুঝতে চাইছে তারা।

২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত কত রেশন কার্ড বাতিল করা হয়েছে তার তথ্য চাওয়া হয়েছে খাদ্য দফতরের কাছে। সূত্রের খবর, বেশ কিছু দিন আগে এই চিঠি দফতরে পাঠায় ইডি। কিন্তু খাদ্য দফতর থেকে এখনও পর্যন্ত কোনও জবাব আসেনি। রেশন দুর্নীতির তদন্তে এই প্রথম ভুয়ো রেশনকার্ডের তথ্য চাইল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

বায়োমেট্রিক কার্ড চালু হওয়ার পর কত রেশন কার্ড বাতিল করা হয়েছে তা বুঝতে চাইছেই ইডি। কারণ, অভিযোগ উঠেছিল, বায়োমেট্রি কার্ড চাল হওয়ার পরও ভুয়ো রেশনকার্ড দিনে গণবণ্টন সামগ্রী তোলা হতো। সেই মাল তুলে বাজারে বেশি দামে বিক্রি করা হয়। এই ভাবেই কোটি কোটি টাকা আয় করতেন দুর্নীতিতে যুক্ত অভিযুক্তরা। 

আরও পড়ুন: শেখ শাহজাহানের ২টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে লেনদেন স্তব্ধ করল ED

তাই ইডি জানতে চাইছে এই রকম ভুয়ো রেশন কার্ড হোল্ডারের সংখ্যা কত। কী পরিমাণ রেশন সামগ্রী বেআইনি ভাবে তোলা হয়েছিল। এই তথ্য একবার ইডির কাছে এসে গেলে রেশন দুর্নীতির তদন্ত অনেকটা এগিয়ে যাবে। তাই তদন্তকারী সংস্থার কাছে এই তথ্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। যদিও ইডির চিঠি দেওয়ার পর বেশ কয়েকদিন কেটে গিয়েছে। টিভি নাইন বাংলার প্রতিবেদন অনুযায়ী এখনও খাদ্য দফতর থেকে সেই চিঠির জবাব আসেনি। 

আরও পড়ুন। নির্দেশ অমান্য করে বালুর বাড়তি স্বাস্থ্য পরীক্ষা, SSKMএর কাজে ক্ষুদ্ধ আদালত

প্রসঙ্গত, রেশন দুর্নীতিতে ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্য জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করেছে ইডি। গ্রেফতার বনগাঁ পুরসভার তৃণমূলের প্রাক্তন পুরপ্রধান শংকর আঢ্য। গ্রেফতার হন জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমান। ওই দুর্নীতির তদন্তেই গত ৫ জানুয়ারি সরবেড়িয়ায় শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে গিয়ে আক্রান্ত হন ইডি আধিকারিকরা। সেই শেখ শাহজানও ইডি হেফজতে। তাই ভুয়ো রেশন কার্ডের তথ্য নিয়ে এবার তদন্তে এবার টাকার অঙ্কর পরিমাণকে