Gautam Deb: CPM নেতা অশোকের বাড়ির সামনে BJP-র পতাকা, ছবি শেয়ার করে তীব্র কটাক্ষ গৌতমের

তৃণমূল কংগ্রেস প্রায়ই রাম-বাম সমঝোতার অভিযোগ তুলে থাকে। আর এবার এক সিপিএম নেতার বাড়ির সামনে বিজেপির পতাকা লাগানো নিয়ে বাম শিবিরকে তীব্র আক্রমণ করল তৃণমূল। রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সিপিএমের প্রবীণ নেতা অশোক ভট্টাচার্যের বাড়ির সামনে বিজেপির পতাকা লাগানো একটি ছবি সোশ্যাল মাধ্যমে শেয়ার করেছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। সেই ছবিকে হাতিয়ার করেই রাম-বাম যোগের অভিযোগ তুলে সিপিএমকে তীব্র কটাক্ষ করেছেন তৃণমূল নেতা।

আরও পড়ুন: ‘৭৩-৭৪ তো হল, থামার একটা বয়স আছে’, ভোটে জিতে অশোককে ‘রিটায়ার’ খোঁচা গৌতমের

অশোক বাবুর বাড়ির সমানে বিজেপির পতাকা থাকা এই ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন গৌতম দেব। তাতে তিনি লিখেছেন, রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা প্রাক্তন মেয়র এবং সিপিএমের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য অশোক নারায়ণ ভট্টাচার্যের বাড়িতে বিজেপি পতাকা শোভা পাচ্ছে। তাহলে কি এটা সিপিএম-বিজেপির বৃহত্তম ঐক্যের প্রতীক? তাই নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন মেয়র। 

তৃণমূল নেতার এমন পোস্ট মুহুর্তে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। তবে বিষয়টি জানতে পেরেই অবশ্য প্রতিক্রিয়া জানিয়েছেন শিলিগুড়ি প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য। তিনি এই ফেসবুক পোস্টকে বিকৃত মানসিকতার পরিচয় বলে তীব্র নিন্দা করেছেন। রাম-বাম সমঝোতা তত্ত্ব নিয়ে ব্যাখ্যা করতে গিয়ে গৌতম দেব জানান, তৃণমূলের ভোটের পরিমাণ একই থাকলেও সিপিএমের ভোট কমেছে। ঠিক একইভাবে বিজেপির ভোট সেই হারে বেড়েছে। 

গৌতমের দাবি, বিজেপির সঙ্গে বামেদের যে গোপন সমঝোতা হয়েছে সেটা এ থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে। তাঁর অভিযোগ, এর আগের নির্বাচনে বামেদের ভোট বিজেপিতে গিয়েছে। সামনে লোকসভা নির্বাচন। তার আগে তৃণমূল নেতার এমন পোস্ট ঘিরে তীব্র আলোচনা শুরু হয়েছে শিলিগুড়ির রাজনীতিতে।

গৌতম দেবের বক্তব্য, তৃণমূলকে রুখতে বিজেপি এবং বামেরা গোপনে একসঙ্গে মাঠে নেমেছে সেটা এর আগেও বোঝা গিয়েছে। আর এবার লোকসভা ভোটের আগে তা জলের মতো পরিষ্কার হয়ে গেল। তবে অশোক বাবু পালটা দাবি করেছেন, এনিয়ে অযথা রাজনীতি করা হচ্ছে। কে বা কারা সেখানে বিজেপির পতাকা লাগিয়েছে তা তিনি জানতেন না। পরে যখন বিষয়টি তিনি জানতে পারেন তখন সেই পতাকা খুলে দেওয়া হয়। 

অন্যদিকে, বিজেপি এই বিষয়টিতে আমল দিতে নারাজ। তাদেরও বক্তব্য, কর্মীরাই হয়তো ভোট প্রচারের জন্য কেউ লাগিয়েছে। এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। অর্থাৎ রাম- বাম যোগ তত্ত্ব নিয়ে অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।