Renuka Jagtiani latest billionaire : ভারতের নয়া ধনকুবের রেণুকা জগতিয়ানি, স্বামী ক্যাব চালাতেন!

গত বছর মৃত্যু হয়েছে স্বামীর। তিন সন্তানের সংসার। কাঁধে ৫০ হাজারেও বেশি কর্মীর দায়িত্ব, সবটা সামলেই আজ ভারতের নতুন বিলিয়নেয়ার হয়ে উঠেছেন ৭০ বছর বয়সী ব্যবসায়ী রেণুকা জগতিয়ানি। বর্তমানে ল্যান্ডমার্ক গ্রুপের প্রেসিডেন্ট এবং সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন। রেণুকা জগতিয়ানি ২০ বছরেরও বেশি সময় ধরে সংস্থাটির নেতৃত্ব দিয়েছেন। তাঁর নেতৃত্বেই কোম্পানিটি তার কর্পোরেট কৌশল উন্নত করেছে এবং বাজারে আধিপত্য বিস্তার করেছে।

ফোর্বস এই বছরের বিশ্বের বিলিয়নিয়ারদের তালিকা প্রকাশ করেছে। সারা বিশ্বের ধনীদের পাশাপাশি এই তালিকায় রয়েছে ভারতের ২৫ জনের নাম। ভারতীয় ব্যবসায়ী রেনুকা জগতিয়ানির নামও এই ২৫ জন নতুন ভারতীয় বিলিয়নেয়ারের মধ্যে রয়েছে। রেণুকা, ইউএই রিটেইলিং গ্রুপ ল্যান্ডমার্কের চেয়ারপার্সন। গত বছর তাঁর স্বামীর মৃত্যুর পর মুম্বই বিশ্ববিদ্যালয়ের স্নাতক রেণুকা তার স্বামী মিকি জাগতিয়ানির কাছ থেকে এই সম্পত্তি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন। প্রায ৪০ হাজার কোটি টাকারও বেশি মূল্যের এই ব্য়বসা{

রেণুকা জগতিয়ানি সম্পর্কে জানার আগে তাঁর স্বামী মিকি জাগতিয়ানি সম্পর্কে জানা জরুরি। আসলে মিকি জগতিয়ানি কোনও ব্যবসায়ী পরিবারের সদস্য ছিলেন না। নিজের ব্যবসা তিনি নিজেই গড়ে তুলেছেন। ভারতে জন্ম নেওয়া মিকি পড়াশোনার সময় একটি ক্যাবও চালাতেন। ছোট-বড় অনেক কাজ শুরু করার পর ল্যান্ডমার্ক গ্রুপ শুরু করেছিলেন মিকি। কয়েক বছরের মধ্যেই তাঁর সম্পদ বেড়ে দাঁড়ায় ৫.২ বিলিয়ন ডলার অর্থাৎ প্রায় ৪৫ হাজার কোটি টাকা। সবকিছু ঠিকঠাক চলছিল কিন্তু হঠাৎ করেই মিকির স্বাস্থ্যের অবনতি হয় এবং তিনি শয্যাশায়ী হয়ে পড়েন।

মিকির মৃত্যুর পর রেণুকা ব্যবসার লাগাম ধরেন, তিন সন্তানের দায়িত্ব নেন। তিনি যখন শুরু করেন, তখন ব্যবসা চালানোর কোনও অভিজ্ঞতা তাঁর ছিল না। নিজের বুদ্ধিমত্তা দিয়ে, তিনি শুধু ল্যান্ডমার্ককে পরিচালনা করেননি বরং এটিকে একটি লাভজনক কোম্পানিতেও পরিণত করেছেন। আজ তিনি ভারতের কোটিপতিদের মধ্যে একজন। ৩৯৯২১ কোটি টাকার সম্পদ হাতে, রেনুকা জগতিয়ানি ভারতের ৪৪ তম ধনী মহিলা হিসাবে প্রতিষ্ঠিত হয়েছেন।

ল্যান্ডমার্ক গ্রুপ মধ্যপ্রাচ্য, আফ্রিকা এবং ভারতে তাদের ব্যবসা করছে। সারা বিশ্বে এর ২২০০ টিরও বেশি আউটলেট এবং সারা দেশে ৩০ মিলিয়ন বর্গফুট জায়গাও রয়েছে। বর্তমানে এই কোম্পানিটি বিশ্বের ২১টি দেশে কাজ করছে।