Mamata Banerjee: দলীয় প্রার্থীর সমর্থনে ভিন রাজ্যেও প্রচারে যাবেন মমতা

শুধু দেশের ৪২ আসন নয় দেশের আরও তিন রাজ্যে প্রার্থী দিয়েছে তৃণমূল। এর মধ্যে দুটি রাজ্যে প্রচারে যাবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে খবর, অসম এবং উত্তরপ্রদেশ এই দুই রাজ্যে প্রচারে যাবেন তিনি। 

মাঝে পড়ে গিয়ে মাথায় আঘাত পান তৃণমূল নেত্রী। তিন রাজ্যের প্রার্থী দিলেও তাঁর প্রচারে যাওয়া অনিশ্চিত হয়ে পড়ে। বর্তমানে তিনি অনেকটাই সুস্থ। তাই দুই রাজ্যে প্রচারের যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।

তৃণমূল সূত্রে খবর, আগামী ১৭ অসম যাবেন মমতা। সেখানে দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা করবেন। চলতি মাসেই তাঁর উত্তরপ্রদেশ যাওয়ার কথা রয়েছে। তবে সে রাজ্যে কবে, কোথায় সভা করবেন তার দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। 

আরও পড়ুন। হাতের রক্ত মোছেনি, দাঁড়িয়েছে বীরভূমে, কোচবিহার থেকে দেবাশিসকে খোঁচা মমতার

লোকসভা নির্বাচনে অসমে চার আসনে প্রার্থী দিয়েছে তৃণমূল। এর মধ্যে রয়েছে, কোকরাঝাড়, বরপেটা, লখিমপুর ও শিলচর।  এই চার আসনের চার প্রার্থী হলেন, গৌরীশংকর সরনিয়া, আবুল কালাম আজাদ, ঘনকান্ত চুতিয়া এবং রাধাশ্যাম বিশ্বাস। এঁদেরই হয়ে প্রচারে যাবেন তিনি। আগামী ১৭ এপ্রিল মমতা আসম যাবেন। সেখানে কত দিন থাকবেন, কোন কোন জায়গায় সভা করবেন তার বিস্তারিত কিছু জানা যায়নি।

আরও পড়ুন। ‘বাড়ি আমরা করে দেব,’ জলপাইগুড়ির ঝড় নিয়ে কমিশনের কাছে অনুরোধ মমতার

উত্তরপ্রদেশের ভদোহী আসনটি তৃণমূলকে ছেড়ে দিয়েছে সমাজবাদী পার্টি। সপার সমর্থনে ওই আসনে প্রার্থী দিয়েছে তৃণমূল। উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীর পণ্ডিত কমলাপতি ত্রিপাঠীর নাতি ললিতেশপতি ত্রিপাঠীকে প্রার্থী করেছে ঘাসফুল। তিনি এর আগে মির্জাপুরের মাদিহান কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিটে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। তাঁর হয়েও ভোট প্রচারে উত্তরপ্রদেশে যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।

২০১৯-এর নির্বাচনেও ভিন রাজ্যে দলীয় প্রার্থীদের হয়ে প্রচারে গিয়েছিলেন তৃণমূল নেত্রী। এবার অসুস্থ হয়ে পড়ায় তা কিছু অনিশ্চিত ছিল। কিন্তু এখনও পর্যন্ত যা খবর তাতে জানা যাচ্ছে দুই রাজ্যে প্রচারে যাবেন তিনি।

আরও পড়ুন। BJP বললে তবে জলপাইগুড়িতে বাড়ি তৈরির অনুমোদন দেবেন কমিশন? বিস্ফোরক মমতা