AI Course in Bengal School: দশম শ্রেণিতেই এবার AI নিয়ে কোর্স করাবে স্কুল, বাংলার শিক্ষাব্যবস্থায় ‘বিপ্লব’

এবার এআই নিয়ে পড়ার সুযোগ স্কুল স্তরে। দশম শ্রেণির পড়ুয়া যাদের এই কৃত্তিম বুদ্ধিমত্তা নিয়ে আগ্রহ রয়েছে তারা এনিয়ে একটা কোর্স স্কুলস্তরেই করতে পারে। উচ্চমাধ্যমিকস্তরে যাতে ফলিত আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স ও সাইবার সিকিউরিটি নিয়ে পড়া যায় সেক্ষেত্রে তারা দশম শ্রেণিতেই একটা প্রাথমিক ধারনা পেতে পারে। 

গোটা বিশ্বজুড়েই এই এআই নিয়ে বিরাট চর্চা। এমনকী আগামী দিনে নাকি বিভিন্ন ক্ষেত্রে রাজ করতে পারে এআই( AI)। সেক্ষেত্রে এখন থেকে যদি বদলে যাওয়া এই প্রযুক্তির সঙ্গে ওয়াকিবহাল হওয়া না যায় তবে আগামী দিনে সমস্যা হতে পারে। সেকারণে পশ্চিমবঙ্গে একেবারে স্কুল স্তরে এনিয়ে ধারণা দিতে চাইছে মধ্য়শিক্ষা পর্ষদ। এক্ষেত্রে আগামী দিনে যাদের এই বিষয় নিয়ে পড়াশোনা করার ব্যাপারে আগ্রহ রয়েছে তারা এনিয়ে আগাম একটু ধারণা করতেই পারে। সেক্ষেত্রে দশম শ্রেণি থেকেই একটা ধারণা করা যেতেই পারে। 

সূত্রের খবর, ইতিমধ্য়েই এনিয়ে স্কুলস্তরে চর্চা শুরু হয়েছে। পর্ষদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্যের মতে, হায়ার সেকেন্ডারি স্তরে যারা মডার্ন কম্পিউটার অ্যাপলিকেশন, কম্পিউটার সায়েন্স, আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স, অ্য়াপলায়েড আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স, ডেটা সায়েন্স,সাইবার সিকিউরিটি নিয়ে যারা পড়তে চান তারা এই সর্টটার্ম কোর্সটা করে রাখতে পারেন। 

সূত্রের খবর, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে অ্য়াপলায়েড আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স ও সাইবার সিকিউরিটি নিয়ে পড়াশোনা করার জন্য় কোর্স আসছে।সেই সঙ্গেই মডার্ন কম্পিউটার অ্য়াপলিকেশন, কম্পিউটার সায়েন্স নিয়ে সিলেবাসে যে বিষয়গুলি আগে থেকেই রয়েছে তা আপডেট করা হবে। আর তার জেরে এবার ২০২৪ এর দশম শ্রেণির পড়ুয়াদের জন্য় আগাম ওয়ার্ম আপ কোর্স চালু করা হবে। 

এদিকে ১লা এপ্রিল এনিয়ে স্কুলস্তরে এই কোর্স চালু করার ব্যাপারে জানানো হয়েছে। এদিকে পর্ষদের এই নয়া উদ্যোগে খুশি ছাত্রছাত্রী থেকে অভিভাবকরা। কারণ সময়ের সঙ্গে তাল মিলিয়ে সিলেবাসের পরিবর্তন না করলে আখেরে সমস্য়া হতে পারে পড়ুয়াদের। সে কারণেই এই নয়া উদ্যোগ। 

পর্ষদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শিক্ষকদের অনেকেই। কারণ সেই মান্ধাতার আমলের ব্যবস্থা থেকে বেরিয়ে এবার সিলেবাসের ক্ষেত্রে এমন কিছু বিষয়কে অন্তর্ভুক্ত করতে চাইছে পর্ষদ যা আখেরে আগামী দিনে পেশাগত দুনিয়ায় এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সুবিধা দেবে পড়ুয়াদের। সেকারণেই এই নয়া উদ্যোগ। 

তবে এই কোর্সটা বাধ্য়তামূলক নয়। স্কুলগুলি প্রয়োজন বুঝে এই কোর্স লাগু করতে পারে। এদিকে কোনও স্কুল যদি এই কোর্স করাতে না পারে সেক্ষেত্রে তারা পড়ুয়াদের স্টাডি মেটেরিয়াল দিয়ে দিতে পারে। এই সামগ্রীগুলি কাউন্সিল পাঠাবে স্কুলে।