Bangladeshi Customs: ভারতীয় তরুণীকে জোর করে মদ খাওয়ানোর চেষ্টা বাংলাদেশি কাস্টমস কর্মীর

বাংলাদেশি কাস্টমসের কর্মীর বিরুদ্ধে ভারতীয় তরুণীকে জোর করে মদ খাওয়ানোর চেষ্টার অভিযোগ। অভিযোগ স্বীকার করে নিল বাংলাদেশ সরকার। বৃহস্পতিবার ত্রিপুরার আখাউড়া স্থলবন্দরে ওই ঘটনায় অভিযুক্ত কাস্টমস কর্মীকে সঙ্গে সঙ্গে বদলি করেছে সেদেশের কাস্টমস বিভাগ। এই ঘটনাকে অনভিপ্রেত বলে উল্লেখ করেছে বাংলাদেশ।

নিয়ম অনুসারে বাংলাদেশে প্রবেশের সময় প্রত্যেক ভারতীয় ১টি করে মদের বোতল নিয়ে ঢুকতে পারেন। বৃহস্পতিবার দুপুরে আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন সঞ্জিত সাহা ও ঐশী সাহা নামে ২ ভাই বোন। ২ জনের ব্যাগে ২টি মদের বোতল ছিল। বাংলাদেশে প্রবেশের পর তাদের সামগ্রী পরীক্ষা করেন কাস্টমসের কর্মী রুবেল। ২ জনের ব্যাগে ২টি মদের বোতল দেখে তিনি বলেন, ২টি বোতল নিতে গেলে ১০০০ টাকা ঘুষ দিতে হবে। ঘুষ দিতে অস্বীকার করায় একটি বোতল খুলে ভারতীয় নাগরিক ঐশী সাহাকে খাইয়ে দেওয়ার চেষ্টা করেন তিনি। এর পরই বিষয়টি জানিয়ে অভিযোগ করেন সঞ্জিত ও ঐশী।

শুক্রবার অভিযোগ স্বীকার করে নিয়েছেন আখাউড়া অভিবাসনের আধিকারিক। তিনি জানিয়েছেন, এই ঘটনা অনভিপ্রেত। যে ব্যক্তি এই কাজ করেছেন তাঁকে সঙ্গে সঙ্গে কুমিল্লা অভিবাসনে বদলি করা হয়েছে।

সঞ্জিত সাহা বলেন, ‘আমরা নিয়ম মেনেই ২টি মদের বোতল এনেছিলাম। কিন্তু ১টি বোতলের জন্য আমাদের কাছে টাকা চায় কাস্টমসের একজন কর্মী। টাকা দিতে না চাইলে আমার বোনকে জোর করে মদ খাইয়ে দেওয়ার চেষ্টা করেন তিনি। আমি এর প্রতিবাদ জানিয়েছিলাম। এর পর বাংলাদেশ সরকারের কাছে সুবিচার চাই।’