Shashank Singh | GT vs PBKS

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আইপিএলের (IPL 2024) ১৭ নম্বর ম্যাচে, গত বৃহস্পতিবার মুখোমুখি হয়েছিল গুজরাত টাইটান্স ও পঞ্জাব কিংস (GT vs PBKS, IPL 2024)। শুভমন গিলরা (Shubman Gill) তাঁদের ঘরের মাঠ, আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে স্বাগত জানিয়ে ছিলেন শিখর ধাওয়ানদের (Shikhar Dhawan)। গিলরা টস হেরে প্রথম ব্য়াট করে চার উইকেটে তুলেছিলেন ১৯৯ রান। শুভমন নিজে ৪৮ বলে ৮৯ রানের অপরাজিত ইনিংস খেলেন। আর গিলদের রান তাড়া করতে নেমে পঞ্জাব এক বল হাতে রেখে তিন উইকেটে ম্য়াচ বার করে নেয়। আর প্রীতি জিন্টার দলের হয়ে রান তাড়া করতে নেমে অসাধারণ অপরাজিত মারকাটারি ইনিংস খেলেন শশাঙ্ক সিং (Shashank Singh)। 

আরও পড়ুন: KKR: বিশাখাপত্তনমে নারিন-ঝড়! আইপিএলে জয়ের হ্যাটট্রিক, শীর্ষে কলকাতা

২৯ বলে করেন ঝোড়ো ৬১ রান। ৫৮ মিনিটের ধ্বংসলীলায় শশাঙ্ক ৬টি চার ও ৪টি ছয় মেরেছেন। ‘দ্য় শশাঙ্ক রিডেম্পশন’ (The Shashank Redemption) শোয়ের জন্য় ম্য়াচের সেরাও হয়েছেন ৩২ বছরের অলরাউন্ডার। অতীতে দিল্লি-হায়দরাবাদ ও রাজস্থানের হয়ে আইপিএল খেলা শশাঙ্ক এখন শিরোনামে। তাঁর কারণ দু’টি। এক) তিনি ম্য়াচ জেতানো ইনিংস খেলেছেন আর দুই) তাঁর কপালে জুটেছে  ‘an accidental buy’-এর তকমা! আর এই ‘অ্যান অ্যাক্সিডেন্টাল বাই’ শব্দবন্ধের জন্য় কিছুটা পিছনে ফিরতে হবে! 

শশাঙ্ক আইপিএল নিলামে পঞ্জাবের ‘ভুল করে কেনা’ ক্রিকেটার! হ্য়াঁ, ঠিকই পড়লেন, শশাঙ্ককে কিনতে চাননি প্রীতিরা! ভুল করে কিনে ফেলেছিলেন নিলামে। গত ডিসেম্বরের ঘটনা। ২৯ কোটি ১০ লক্ষ টাকার থলি নিয়ে, পঞ্জাব কিংস বাজার করতে এসেছিল আইপিএল নিলামে। দুবাইয়ে প্রীতি ও নেস ওয়াদিয়ার ফ্র্যাঞ্চাইজি দুই বিদেশি-সহ আটজন ক্রিকেটারকে কিনেছিল। পঞ্জাবে এসেছিলেন হর্ষল প্য়াটেল (১১.৭৫ কোটি), ক্রিস ওকস (৪.৮ কোটি), আশুতোষ শর্মা (২০ লক্ষ), বিশ্বনাথ প্রতাপ (২০ লক্ষ), তনয় ত্য়াগরজন (২০ লক্ষ), প্রিন্স চৌধুরি (২০ লক্ষ) ও রিলি রোসু (৮ কোটি)। এই আটের মধ্য়ে, শশাঙ্ককেই চায়নি প্রীতিরা। না চেয়েও ২০ লক্ষ টাকায় কিনতে হয়েছিল ভুল করে। 

কীভাবে এই ভুল হয়েছিল, দেওয়ালে কেন মাথা ঠুকতে হয়েছিল সেদিন প্রীতিদের? আইপিএল নিলাম পরিচালনার দায়িত্বে ছিলেন মল্লিকা সাগর। তিনি যখন শশাঙ্কের নাম ধরে ডাকেন, তখন সঙ্গে সঙ্গে প্রীতি জিন্টা প্যাডল তুলে ধরেন। ঘটনাচক্রে বাকি নয় ফ্র্যাঞ্চাইজির কেউই প্য়াডল তুলে রাখেনি। হাতুড়ি ঠোকার আগে পর্যন্ত প্রীতির প্য়াডলই তোলা ছিল। যেহেতু বাকিরা শশাঙ্ককে নিতে ইচ্ছাপ্রকাশ করেনি, ফলে দ্রুত হাতুড়ি ঠুকে দেন মল্লিকা। শশাঙ্ক হয়ে যান পঞ্জাবের। এরপর মল্লিকা তনয় ত্য়াগরজনের নাম ধরে ডাকেন। এই সময়ের মধ্য়ে প্রীতি-নেসরা বুঝে যান যে, তাঁরা শশাঙ্ককে চাননি। অন্য় ক্রিকেটার ভেবে নিয়েছেন শশাঙ্ককে। পঞ্জাব তাদের আপত্তির কথা মল্লিকাকে জানান প্রকাশ্য়ে। মল্লিকা যা শুনে বলেন, ‘এটা ভুল নাম ছিল? আপনারা এই প্লেয়ারকে চাইছেন না? আমরা শশাঙ্ক সিংকে নিয়ে কথা বলছি। তবে হাতুড়ি ঠোকা হয়ে গিয়েছে। যার ফলে ২৩৬ ও ২৩৭ নম্বর ক্রিকেটার আপনাদেরই।’ মল্লিকা জানিয়ে দিয়েছেন যে, শশাঙ্ককে আর ফেরানো যাবে না। কারণ হাতুড়ি পড়ে যাওয়ার মানেই, তা নিলামের নিয়ম মেনে চূড়ান্ত। পঞ্জাব বাধ্য় হয়েই শশাঙ্ককে দলে ঢুকিয়ে নেয়। প্রীতিদের সেদিনের ভুলই আজ তাঁদের খেলা ঘুরিয়ে দিল। এটাই মনে হয় জীবন।

আরও পড়ুন: R Ashwin On IPL: ‘আইপিএল আদৌ ক্রিকেট!’ বিস্ফোরক প্রফেসর, ধেয়ে এল ঝড়

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)