IPL 2024 Kolkata Knight Riders won first three matches of IPL for the very first time

কলকাতা: আইপিএলে (IPL) ইতিহাস কলকাতা নাইট রাইডার্সের (KKR)। সতেরো বছর ধরে আইপিএলে যা হয়নি, তাই এবার করে দেখালেন শাহরুখ খান-জুহি চাওলার নাইটরা। এই প্রথম আইপিএলে প্রথম তিন ম্যাচই জিতল কেকেআর। আইপিএলে দুবার চ্যাম্পিয়ন হয়েছে কেকেআর। ২০১২ ও ২০১৪ সালে গৌতম গম্ভীরের নেতৃত্বে ট্রফি জিতেছিল কলকাতার দল। তবে সেই দুবারও প্রথম তিন ম্যাচে জয়ের হ্যাটট্রিক করেনি কেকেআর। এবার যেন প্রতিপক্ষ সব দলের মনে ভীতি তৈরি করছেন শ্রেয়স আইয়াররা।

বুধবার বিশাখাপত্তনমে ইনিংস ওপেন করতে নেমে মাত্র ৩৯ বলে ৮৫ রানের বিস্ফোরক ইনিংস খেলেছেন সুনীল নারাইন। যাঁকে এক সময় বলা হতো বিস্ময় স্পিনার। কেকেআরকে দুবার ট্রফি জেতানোর নেপথ্যেও অন্যতম প্রধান কারিগর ছিলেন। গম্ভীর অধিনায়ক থাকাকালীন নারাইনকে ওপেনার হিসাবে খেলিয়ে তাক লাগিয়েছিলেন। মেন্টর হিসাবে কেকেআরে ফিরে নিজের সেই পুরনো অস্ত্রে শান দিয়েছেন গম্ভীর। নারাইন নিজেই জানিয়েছেন, কীভাবে মেন্টর গম্ভীর ইনিংস ওপেন করার ব্যাপারে উৎসাহ দিয়েছেন তাঁকে। গম্ভীর বলেছেন, আউট হলেও ক্ষতি নেই। কিন্তু যতক্ষণ ক্রিজে থাকবে, খোলা মনে খেলো। ব্যাট হাতে প্রতিপক্ষের সব কৌশল গুঁড়িয়ে দাও। তারই সুফল দেখা যাচ্ছে বাইশ গজে। চলতি আইপিএলে ৩ ম্যাচে ১৩৪ রান। নারাইনেটর স্ট্রাইক রেট চমকে দেওয়ার মতো। ২০৬.১৫। তিন ম্যাচে ৯টি চার ও ১২টি ছক্কা মেরেছেন ক্যারিবিয়ান তারকা।

দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে বুধবার বল হাতে একটি উইকেটও নিয়েছেন নারাইন। তাঁকে ছাড়া অন্য কাউকে ম্যাচের সেরা বাছাই যেত না। স্বদেশীয় আন্দ্রে রাসেলের একটি রেকর্ডও স্পর্শ করেছেন নারাইন। কেকেআরের জার্সিতে ১৪ বার ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন রাসেল। বুধবারের পর নারাইনও ১৪ ম্যাচে হয়েছেন সেরা। যে নজির আর কারও নেই।

সৌরভ গঙ্গোপাধ্যায় ও রিকি পন্টিং – দুজনই এক সময় খেলেছেন কেকেআরে। এখন একজন দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট। অন্যজন দিল্লির কোচ। বুধবার ডাগ আউটে বসে তাঁদের দেখতে হল, তাঁদের ডেরায় এসে ১০৬ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জিতে নিল কেকেআর। রানের নিরিখে এটা কেকেআরের দ্বিতীয় বৃহত্তম জয়। ২০০৮ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ১৪০ রানের ব্যবধানে হারিয়েছিল কেকেআর। সেটাই রানের বিচারে কেকেআরের বৃহত্তম জয়।

লজ্জার একটি রেকর্ড হল দিল্লির। কেকেআরের কাছে ১০৬ রানে হার রানের নিরিখে তাদের দ্বিতীয় বৃহত্তম পরাজয়। ২০১৭ সালে মুম্বই ইন্ডিয়ান্স ১৪৬ রানে হারিয়েছিল তাদের। তারপর কেকেআরের কাছে এই ধাক্কা।

কেকেআর এ নিয়ে মোট দুবার একশোর বেশি রানের ব্যবধানে ম্যাচ জিতল। আরসিবি সর্বোচ্চ চারবার একশোর বেশি রানে ম্যাচ জিতেছে। চার ম্যাচ পরে দিল্লি ক্যাপিটালসকে হারাল কেকেআর। ২০২২ সালের পর থেকে কেকেআরের বিরুদ্ধে অপরাজিত ছিল দিল্লি।

ব্যাটে এক নারাইনে রক্ষা নেই, সঙ্গে রিঙ্কু সিংহ, রাসেল, বেঙ্কটেশ আইয়ার, অঙ্গকৃশ রঘুবংশী, রামনদীপ সিংহ – প্রত্যেকে ছন্দে। ছন্দে ফিরেছেন রেকর্ড ২৪ কোটি ৭৫ লক্ষ টাকা দাম পাওয়া মিচেল স্টার্ক। রাসেল, হর্ষিত রানা, বৈভব অরোরা, নারাইন, বরুণ চক্রবর্তীরা বল হাতে ভেল্কি দেখাচ্ছেন। এই কেকেআরকে রুখবে কে?

আরও পড়ুন: কেকেআরকে হারিয়ে দিতে পারত দিল্লি, পন্থের ভুলের খেসারত দিতে হল গোটা দলকে?

আরও দেখুন