Rajnath on Pakistan: ‘পাকিস্তান মে ঘুসকে মারেঙ্গে’- পাক মাটিতে ২০ জনের হত্যা নিয়ে প্রশ্ন যেতেই সাফ জবাব রাজনাথের

ব্রিটিশ সংবাদপত্র ‘দ্য গার্ডিয়ান’ এর খবরে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, সদ্য পাকিস্তানের মাটিতে ২০ জনের হত্যার নেপথ্যে রয়েছে ভারত। এক্ষেত্রে ভারতের গোয়েন্দাবিভাগের দিকে রয়েছে নিশানা। এদিকে, বিদেশমন্ত্রকের তরফে এই দাবি নস্যাৎ করা হয়েছে। খোদ বিদেশমন্ত্রী এই বিষয়টি নস্যাৎ করেছেন। এর ২৪ ঘণ্টার মধ্যেই মুখ খুললেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এদিকে, অবশ্য পাকিস্তানের নাম না করে এক প্রচারসভায় মোদী বলেছেন, ‘ নতুন ভারত শত্রুদের ঘরে ঢোকে আর মারে।’

এক বেসরকারি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে প্রশ্ন করা হয় ‘দ্য গার্ডিয়ান’ এর রিপোর্ট নিয়ে। ভারতের প্রতিরক্ষামন্ত্রী বলেন,’ ২০ জঙ্গিকে মারার কথা বলা হচ্ছে? কোনও জঙ্গি আমাদের প্রতিবেশী দেশ থেকে ভারতকে বিরক্ত করার চেষ্টা করবে… আমাদের এখানে সন্ত্রাসবাদ চালাবে… তাহলে তার যোগ্য জবাব দেওয়া হবে।’ সাক্ষাৎকারে সন্ত্রাসবাদকে ‘মুহ তোড় জবাব’ দেওয়ার সাফ ঘোষণা করে দেন প্রতিরক্ষামন্ত্রী। তিনি আরও বলেন হিন্দিতে ,’ও ভাগ কর পাকিস্তান মে জায়েগা তো, পাকিস্তান মে ঘুস কর মারেঙ্গে (ওরা পালিয়ে পাকিস্তানে গেলে, পাকিস্তানে ঢুকে মারব)।’

উল্লেখ্য, রাজনাথ সিংয়ের এই সাক্ষাৎকারের খানিক আগে, শুক্রবার সকালে রাজস্থানের চুরুতে এক সভায় কার্যত এই ইস্যুতে কোনও নাম না তুলেই প্রধানমন্ত্রী মোদী বলেছেন,’ শত্রুরা জানে এটা মোদী, আর এটা নতুন ভারত… নতুন ভারত শত্রুর ঘরে ঢোকে আর তাদের মারে।’ 

এদিকে, ‘দ্য গার্ডিয়ান’ এর রিপোর্ট বলছে, ভারতের গোয়েন্দা সংস্থা, রাশিয়ার কেজিবি ও ইজরায়েলের মোসাদ থেকে অনুপ্রাণিত। রিপোর্টে দাবি করা হচ্ছে, ২০১৯ সালে পুলওয়ামা হামলার পর ভারতের গোয়েন্দা সংস্থা RAW পাকিস্তানের মাটিতে ২০ জনকে হত্যা করিয়েছে। বলা হচ্ছে, ভারতের বাইরে ইউএইতে ভারতের গোয়েন্দা সংস্থার কোনও একটি স্লিপার সেল রয়েছে। আর সেখান থেকেই এই হত্যাকাণ্ড চালানো হচ্ছে।

( Modi on Destroying Enemy: ‘নতুন ভারত শত্রুর ঘরে ঢোকে আর তাদের মারে’, পাকিস্তানে ২০ হত্যা ঘিরে চর্চার মাঝেই বার্তা মোদীর) 

বিষয়টি নিয়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রীর কাছে প্রশ্ন যেতেই তিনি বলেন,’ ভারত চিরকালই প্রতিবেশীদের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চেয়েছে। ভারত কখনও কোনও দেশকে আক্রমণ করেনি। কোনও দেশের এক ইঞ্জি জমিও দখল করে নেয়নি। তবে যারা বারবার ভারতে নিশানা করে, তারা ঢুকেছে ভারতে। ছড়িয়েছে সন্ত্রাসবাদ, আর তাকে ছেড়ে কথা বলা হবে না।’ প্রসঙ্গত , পুলওয়ামা হামলার পর থেকে এপর্যন্ত পাকিস্তানের মাটিতে জাহিদ খাওয়ান্দ, শাহিদ লতিফ, বশির আহমদ পীর, সেলিম রহমানির মতো ভারত বিরোধী কুখ্যাত সন্ত্রাসবাদীরা মারা গিয়েছে।