পূর্বাঞ্চলীয় শহর চাসিভ ইয়ার এখনও ইউক্রেন বাহিনীর নিয়ন্ত্রণে

পূর্ব ইউক্রেনের চাসিভ ইয়ার শহরের নিয়ন্ত্রণ এখনও ইউক্রেনীয় বাহিনীর হাতে রয়েছে বলে দাবি করেছেন সেনাপ্রধান অলেক্সান্ডার সিরস্কি। শনিবার (৬ এপ্রিল) এক বিবৃতিতে এ দাবি করেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

টেলিগ্রামে দেওয়া ওই বিবৃতিতে সিরস্কি জানিয়েছেন, রাশিয়ান সেনারা তাদের প্রতিরক্ষা ব্যুরো ভেদ করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে তারপরও শহরটির নিয়ন্ত্রণ তার বাহিনী ধরে রেখেছে বলে জানিয়েছেন তিনি।

শুক্রবার এক কর্মকর্তার বরাত দিয়ে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ জানিয়েছে, শহরটির উপকণ্ঠে প্রবেশ করেছে রুশ বাহিনী। শহরটিকে কিয়েভের একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি মনে করে মস্কো।

তবে আরআইএর প্রতিবেদনটি অসত্য বলে দাবি করেছে ইউক্রেনের সামরিক বাহিনী। 

রুশ-অধিকৃত বিধ্বস্ত শহর বাখমুতের পশ্চিমে অবস্থিত চাসিভ ইয়ারের জনসংখ্যা প্রায় ১২ হাজার দুইশো। সুরক্ষিত এই শহরটির দখল নিতে এর উপকণ্ঠে অবস্থান নিয়েছে রুশ বাহিনী। এর দখল হাতছাড়া হয়ে গেলে, তা হবে ইউক্রেনের জন্য আরেকটি বড় ধরনের পতন।

ফেব্রুয়ারিতে আভদিভকা শহরের দখল নেওয়ার পর, পূর্ব ইউক্রেনের দিকে এগিয়ে যাচ্ছে রুশ সেনাবাহিনী। ইউক্রেন সেনাবাহিনী তাদের প্রতিরোধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে মার্কিন কংগ্রেসে আটকে থাকা সামরিক সহায়তা না পাওয়ায়, মারাত্মক যুদ্ধ সামগ্রী ও অস্ত্রসশস্ত্রের অভাবে রয়েছে ইউক্রেন বাহিনী।