বেঙ্গালুরুকে হারিয়ে শীর্ষে উঠলো রাজস্থান

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিজেদের চতুর্থ ম্যাচেও জয়ের ধারা অব্যাহত রেখেছে রাজস্থান রয়্যালস। শনিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ৬ উইকেটে হারিয়ে ৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান নিয়েছে তারা। আগে ব্যাটিং করে রাজস্থানকে ১৮৪ রানের লক্ষ্য দেয় বেঙ্গালুরু। জবাবে খেলতে নেমে ৫ বল আগে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় রাজস্থান।

বেঙ্গালুরুর দেওয়া ১৮৪ রানের জবাবে খেলতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই ওপেনার যশস্বী জয়সওয়ালকে (০) হারায় রাজস্থান। যদিও দ্বিতীয় উইকেটে জস বাটলার ও অধিনায়ক সাঞ্জু স্যামসন মিলে গড়েন ১৪৮ রানের জুটি। স্যামসন ৬৯ রানে আউট হলে দ্রুত দুই উইকেট হারায় টেবিল টপাররা। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ১ রান। প্রথম বলেই ক্যামেরন গ্রিনকে বিশাল ছক্কায় উড়িয়ে নিজের সেঞ্চুরি ছোঁয়ার পাশাপাশি দলকেও জিতিয়েছেন বাটলার। ৫৮ বলে ৯ চার ও ৪ ছক্কায় ১০০ রানের ইনিংস খেলেন ইংলিশ এই ব্যাটার।

বেঙ্গালুরুর বোলারদের মধ্যে রিস টপলি সর্বোচ্চ দুটি উইকেট নিয়েছেন। একটি করে উইকেট নেন যশ দয়াল ও মোহাম্মদ সিরাজ।

এর আগে জয়পুরে টস জিতে বেঙ্গালুরুকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছিল রাজস্থান। দুই ওপেনার বিরাট কোহলি ও ফাফ ডু প্লেসি মিলে তুলে ফেলেন ১২৫ রান। ডু প্লেসি ৪৪ রানে আউট হলেও তাণ্ডব চালান কোহলি। কিন্তু শেষ দুই ওভারে যথেষ্ট রান তুলতে না পারার কারণে দুইশও পেরুতে পারেনি বেঙ্গালুরু। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৮৩ রান করে তারা। কোহলি ১১৩ রানে অপরাজিত থাকেন। ৭২ বলে ১২ চার ও ৪ ছক্কায় নিজের ইনিংসটি সাজান কিং কোহলি।

রাজস্থানের বোলারদের মধ্যে যুজবেন্দ্র চাহাল দুটি এবং বার্গার একটি উইকেট নিয়েছেন।