IPL 2024: আইপিএলে দল হেরেই চলেছে, তবুও ২২ গজে ফের নতুন রেকর্ডের হাতছানি বিরাটের

<p style="text-align: justify;"><strong>জয়পুর:</strong> দল টানা হারছে। বছরের পর বছর যায় কোনও বদল নেই। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্য়াচ ছাড়া এখনও পর্যন্ত মোট চার ম্য়াচ খেলে আর কোনও জয় নেই। কিন্তু তিনি ফর্মে। তিন ছন্দে। তিনি রান করছেন। আর এবার আরও একটি রেকর্ডের সামনে দাঁড়িয়ে বিরাট কোহলি। আইপিএলের ১৯ তম ম্য়াচে আজ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলতে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। রাজস্থানের ঘরের মাঠ সোয়াই মানসিং স্টেডিয়ামে মুখোমুখি হবে দু দল। আর সেই ম্যাচেই নতুন রেকর্ডের সামনে দাঁড়িয়ে বিরাট কোহলি।&nbsp;</p>
<p style="text-align: justify;">এখনও পর্যন্ত আরসিবির জার্সিতে খেলতে নেমে <a title="আইপিএল" href="https://bengali.abplive.com/topic/ipl" data-type="interlinkingkeywords">আইপিএল</a>ে বিরাট হাঁকিয়েছেন মোট ৭৪৬৬ রান করেছেন। চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে খেলতে নেমে বিরাট ৪২৪ রান করেছেন। দুটো মিলে বিরাটের ঝুলিতে রয়েছে মোট ৭৮৯০ রান। আর মাত্র ১১০ রান করলেই প্রথম ক্রিকেটার হিসেবে একটি ফ্র্যাঞ্চাইজির হয়ে ৮০০০০ রান করার রেকর্ড গড়বেন প্রাক্তন আরসিবি অধিনায়ক।</p>