Know Why Regular Health Check Up Is Necessary And at What Interval From Expert Bengali

কলকাতা: স্বাস্থ্য পরীক্ষার বিভিন্ন ক্যাম্প অনেকের এলাকায় মাঝে মাঝে হয়। কিছু ক্ষেত্রে বিনামূল্যে স্বাস্থ্য় পরীক্ষার ব্যবস্থা থাকে। আবার কিছু ক্ষেত্রে স্বাস্থ্য পরীক্ষা কিছু নির্দিষ্ট টাকার বিনিময়ে করাতে হয়। তবে নিজের গরজে আলাদা করে খুব কম মানুষই রেগুলার হেলথ চেক আপ অর্থাৎ নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান। এর অন্যতম একটি কারণ হতে পারে ব্যস্ততা। আর কিছুক্ষেত্রে আর্থিক সমস্যা। কিন্তু স্বাস্থ্য় পরীক্ষা কি সত্যিই খুব খরচসাপেক্ষ। নাকি স্বাস্থ্য পরীক্ষা আদতে খরচ বাঁচায় ? স্বাস্থ্য পরীক্ষা কেন জরুরি আর কতদিন অন্তর এটি করানো উচিত ? এই বিষয়েই এবিপি লাইভের সঙ্গে বিশদে কথা বললেন সিএমআরআই হাসপাতালের ক্রিটিকাল কেয়ার মেডিসিনের চিকিৎসক অনির্বাণ চট্টোপাধ্যায়।

স্বাস্থ্য পরীক্ষা কেন জরুরি ?

চিকিৎসক অনির্বাণ চট্টোপাধ্যায়ের কথায়, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করালে বড় জটিল রোগও আগে থেকে ধরা পড়ে। সাধারণভাবে আমরা অনেক রোগের উপসর্গই এড়িয়ে যাই। বড় কঠিন রোগের ক্ষেত্রেও উপসর্গগুলিকে সাধারণ উপসর্গ ভাবি। সেইমতো পরিচিত কিছু ওষুধ খেয়ে উপসর্গগুলি ধামাচাপা দেওয়া হয়। এতে রোগ কমে না। বরং আরও মারাত্মক আকার ধারণ করে। আর যখন শেষমেশ রোগটি ধরা পড়ে, তখন জটিল চিকিৎসার প্রয়োজন পড়ে। বড় আকারের চিকিৎসা না করলে রোগীকে সারিয়ে তোলা মুশকিল হয়ে পড়ে। তাই স্বাস্থ্য় পরীক্ষা সবসময় জরুরি। এতে আগে থেকে রোগ হচ্ছে কি না টের পাওয়া যায়।

স্বাস্থ্য পরীক্ষা কি খরচসাপেক্ষ ?

কোনও বড় কঠিন রোগ হলে তার জন্য নিয়মিত ওষুধ খেতে হয়। চেক আপে যেতে হয়। খুব পরিচিত এমন কিছু রোগগুলির মধ্যে রয়েছে প্রেশার, সুগার, কিডনির সমস্য়া, হাড়ের সমস্যা, জয়েন্টের ব্যথা, হার্টের সমস্যা, ব্রেন, পেট, লিভারের রোগ। এই রোগগুলির জন্য অনেক ক্ষেত্রে নিয়ম করে ওষুধ খেতে হয়। দিনের পর দিন তার যে বিপুল খরচ, সেই তুলনায় কিন্তু স্বাস্থ্য পরীক্ষার এককালীন খরচ কমই হয়। তাই আদতে স্বাস্থ্য পরীক্ষাই সাশ্রয়ী।

কতদিন অন্তর ?

চিকিৎসক অনির্বাণ চট্টোপাধ্যায় জানাচ্ছেন,

  • অন্তত এক বছর অন্তর স্বাস্থ্য পরীক্ষা করানো জরুরি। দুই বছরে একবার করেও করানো যায়।
  • পরিবারে কারও হার্টের সমস্যা, সুগার, প্রেশার থাকলে ৩০ বছর বয়সের পর থেকে সতর্ক হতে হবে। নিয়মিত পরীক্ষা করাতে হবে।

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন – Skin Care: পুরুষদের কেন ত্বকের যত্ন নেওয়া প্রয়োজন ?

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও দেখুন