অডি গাড়ির ধাক্কা এক ব্যক্তির দেহ ১৭টি টুকরো হয়ে গেল, ভয়াবহ পথ দুর্ঘটনা হরিয়ানায়

ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটল হরিয়ানার কারনালে। একই পরিবারের তিন সদস্য রক্তাক্ত অবস্থায় ছিটকে পড়ে রাস্তায়। আর তাঁদের দেহ একাধিক টুকরো হয়ে যায়। একটা কালো অডি গাড়ি এই তিনজনকে ধাক্কা মারে জালমানা গ্রামের কাছে আসান্ধ রাস্তায়। নৈশভোজ করার পর রাস্তায় বেরিয়েছিলেন সাহেব সিং, তাঁর বৌদি এবং ভাইঝি। কিন্তু এই তিনজনকেই অডি গাড়ি ধাক্কা দেয় বলে অভিযোগ। এই পথ দুর্ঘটনার জেরে সাহেব সিংয়ের মৃত্যু হয়েছে। বৌদির দেহ বিচ্ছিন্ন হয়েছে। আর ভাইঝি পঙ্গু হয়ে গিয়েছে। এই পথ দুর্ঘটনায় আলোড়ন ছড়িয়ে পড়েছে।

এদিকে সাহেব সিংয়ের দেহ টুকরো টুকরো হয়ে গিয়েছে। বৌদির পা আলাদা হয়ে যায় এবং ভাইঝির দেহ ছিটকে পড়ে রাস্তায়। পুলিশ এবং স্থানীয় মানুষজন সকলকে নিয়ে যায় হাসপাতালে। তার জেরে দু’‌জনের প্রাণ বেঁচেছে। যদিও সাহেব সিংকে বাঁচানো যায়নি। বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে। তবে যে গাড়িটি ধাক্কা মেরেছে সেটিকে ফেলে রেখে পালিয়েছে অভিযুক্তরা। আর চালক পলাতক। সাহেব সিংয়ের দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। গোটা বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুন:‌ অসুস্থ হয়ে পড়লেন বসিরহাটের তৃণমূল কংগ্রেস প্রার্থী, নির্বাচনের মুখে হাসপাতালে ভর্তি

অন্যদিকে সাহেব সিংয়ের পরিবার ওই গাড়ির নম্বর নিয়ে খোঁজ করেছে। তাতে গাড়িটি হরিয়ানা থেকে রেজিস্ট্রেশন হয়েছিল বলে তথ্য মিলেছে। অঙ্কিত রর নামে জনৈক কোনও ব্যক্তির গাড়ি বলে জানা যাচ্ছে। এই বিষয়ে সাহেব সিংয়ের বড় দাদা বলেছেন, ‘‌নৈশভোজের পর আমার স্ত্রী এবং মেয়েকে নিয়ে হাঁটতে বেরিয়েছিল ভাই সাহেব। তখনই দ্রুত গতিতে আসা একটি অডি গাড়ি ধাক্কা মারে তাঁদের। আমরা ভাইয়ের দেহের ১৭টি টুকরো একত্রিত করেছি। আমার স্ত্রী পা হারিয়েছে। আর মেয়ে ভেঙে পড়েছে। আমি গরিব মানুষ হয়ে বিচার চাইছি, কার স্ত্রী এবং মেয়ে এমন যন্ত্রণায় আছে।’‌

এছাড়া সাহেবের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। অথচ তাঁদের কাছে গাড়িটির যাবতীয় তথ্য আছে। সবাই পালাতে পেরেছে। আমরা দোষীদের শাস্তি চাই। এই ঘটনা নিয়ে এখন হরিয়ানা জুড়ে জোর চর্চা শুরু হয়েছে। পরিবারের উপর নেমে এসেছে ঘন অন্ধকার। সাহেবের দাদা এখন কি করবেন কিছুই বুঝতে পারছেন না। আবার সাহেবের পরিবার চলবে কেমন করে তা নিয়েও তৈরি হয়েছে হতাশা।