Mayapur ISKON Temple: মায়াপুর ইসকন মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা. হাতির হানায় প্রাণ গেল মাহুতের

উৎসবের মায়াপুরে ভয়াবহ দুর্ঘটনা। মায়াপুরের ইসকন মন্দিরে মাহুতকে পিষে মারল একটি হাতি। নিহত সমুদ্র রাভা (২৭) অসমের বাসিন্দা বলে জানা গিয়েছে। এই ঘটনায় আরও এক মাহুত গুরুতর আহত হয়েছেন। তাঁর চিকিৎসা চলছে।

কীভাবে ঘটল দুর্ঘটনা

জানা গিয়েছে, শনিবার রাতে ISKON মন্দিরের হাতিশালায় এই দুর্ঘটনা ঘটেছে। ইসকনের জনসংযোগ আধিকারিক গৌরাঙ্গ দাস বলেন, ‘রাতে প্রতিদিনের মতো ২টি হাতিকে মন্দির চত্বরে ঘোরাতে নিয়ে আসেন মাহুতরা। হাতিশালায় ফিরে গিয়ে তাদের খেতে দেন তাঁরা। তখনই একটি হাতি মাহুতের ওপর আক্রমণ চালায়। হামলায় আহত হন সমুদ্র দাস নামে ওই মাহুত। তাঁরে মায়াপুর কমিউনিটি হাসপাতালে নিয়ে গেলে কল্যাণীতে নিয়ে যেতে বলা হয়। কল্যাণী জেএনএম হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।’ নিহত ব্যক্তির দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

কী বলছে পুলিশ?

পুলিশ সূত্রে জানা গিয়েছে, খাবার দেওয়ার সময় হঠাৎই উত্তেজিত হয়ে ওঠে একটি হাতি। তখন ২ মাহুতের ওপর হামলা চালায় সে। সমুদ্র রাভাকে শুঁড়ে পেঁচিয়ে ধরে হাতিটি। সেই দৃশ্য দেখে অন্য মাহুত লাফ মারেন। তাতে তাঁরও আঘাত লাগে। কী ভাবে মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের রিপোর্ট এলেই জনা যাবে। আহত মাহুতের মায়াপুর কমিউনিটি হাসপাতালে চিকিৎসা চলছে। ঘটনার তদন্তে নেমেছে মায়াপুর ফাঁড়ির পুলিশ।

হাতি বিশেষজ্ঞরা বলছেন, প্রচণ্ড গরমে হাতিদের নানা রকম শারীরিক অস্বস্তি হয়। প্রকৃতিতে বসবাসকারী হাতিরা এই সময় দিনের একটা বড় সময় জলাশয়ে নেমে তাদের দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। কিন্তু পোষা হাতির ক্ষেত্রে তা সম্ভব হয় না। সেজন্য তাপমাত্রা বাড়তে অনেক সময় এই হাতিরা হঠাৎ ক্ষিপ্ত হয়ে ওঠে।