IPL 2024 CSK vs KKR Toss Update Chennai Super Kings vs Kolkata Knight Riders know team playing XI and impact player strategy

চেন্নাই: স্মৃতি বিজড়িত চিপক। যে মাঠে ১২ বছর আগে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। ২০১২ সালে যে ম্যাচে কেকেআরের অধিনায়ক ছিলেন গৌতম গম্ভীর। এখন যিনি নাইটদের মেন্টর।

পয়মন্ত সেই মাঠে সোমবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে প্রথমে ব্যাট করবে কেকেআর। টস জিতে নাইটদের প্রথমে ব্যাটিং করতে পাঠালেন সিএসকে অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়।

চেন্নাই সুপার কিংসের একাদশ: রাচিন রবীন্দ্র, রুতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), অজিঙ্ক রাহানে, ডারিল মিচেল, সমীর রিজভি, রবীন্দ্র জাডেজা, ডারিল মিচেল, মহেন্দ্র সিংহ ধোনি (উইকেটকিপার), শার্দুল ঠাকুর, মুস্তাফিজুর রহমান, তুষার দেশপাণ্ডে ও মহেশ তিকশানা।

কলকাতা নাইট রাইডার্সের প্রথম একাদশ: ফিল সল্ট (উইকেটকিপার), সুনীল নারাইন, বেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), অঙ্গকৃষ রঘুবংশী, আন্দ্রে রাসেল, রিঙ্কু সিংহ, রামনদীপ সিংহ, মিচেল স্টার্ক, বৈভব অরোরা ও বরুণ চক্রবর্তী।

আরও দেখুন