Vehicle sales data 2024: ভারতে নতুন রেকর্ড গড়ল গাড়ি বিক্রি, সব চেয়ে বেশি কোন গাড়ি কিনল জনতা?

ভারতে রেকর্ড গড়ল যাত্রীবাহী গাড়ির বিক্রি। ২০২৪ অর্থবর্ষে ৮.৪৫ শতাংশ বেড়ে ৩৯ লক্ষ ৪৮ হাজার ১৪৩টি গাড়ি বিক্রি হয়েছে বলে জানিয়েছে ফেডারেশন অফ ইন্ডিয়ান অটোমোবাইল অ্যাসোসিয়েশন। এর প্রায় অর্ধেকই SUV বলে সংস্থার রিপোর্টে জানানো হয়েছে।

মার্চে ধাক্কা

রিপোর্ট অনুসারে, বছরের নিরিখে বৃদ্ধি পেলেও গত বছর মার্চের তুলনায় এবছর মার্চে যাত্রীবাহী গাড়ির বিক্রি কিছুটা কমেছে। প্রায় ৬ শতাংশ ধাক্কা খেয়েছে যাত্রীবাহী গাড়ির বিক্রি। বিশেষজ্ঞরা বলছেন, দাম বৃদ্ধি ও ভোটের জন্য মার্চে গাড়ি বিক্রি কিছুটা ধাক্কা খেয়েছে। ফেব্রুয়ারির তুলনায় প্রায় ২.৩৫ শতাংশ কমেছে গাড়ির বিক্রি।

রেকর্ড বিক্রি তিন চাকায়

সব ধরণের গাড়ি ধরলে গত অর্থবর্ষে ভারতে গাড়ি বিক্রি বৃদ্ধি পেয়েছে ১০.২৯ শতাংশ। এর মধ্যে, যাত্রীবাহী, পণ্যবাহী চার চাকা ও ৩ চাকা গাড়ি ও মোটর সাইকেলও রয়েছে। সব চেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে তিন চাকার গাড়ির বিক্রি। গত অর্থবর্ষে তা ৪৮.৮৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। দুই চাকার গাড়ি বিক্রি বৃদ্ধি পেয়েছে ৯.৩ শতাংশ। চার চাকা বাণিজ্যিক গাড়ির বিক্রির বেড়েছে ৪.৮২ শতাংশ।

FADA-এর প্রেসিডেন্ট মণীশ রাজ সিনহানিয়া জানিয়েছেন, CNGর ব্যবহার বৃদ্ধি, বিদ্যুৎচালিত গাড়ি ও ভালো সার্ভিস নেটওয়ার্কের ফলে তিন চাকার গাড়ির বিক্রি এত বৃদ্ধি পেয়েছে।

শেয়ারের দরে প্রভাব

বলে রাখি, গত ১ বছরে গাড়ি প্রস্তুতকারী সংস্থাগুলির শেয়ারের দর আকাশ ছুঁয়েছে। টাটা মোটরস, মহেন্দ্র ও মহেন্দ্রর মতো যাত্রীবাহী গাড়ি নির্মাতা হোক বা বাজাজ অটো, হিরো মোটরের মতো দুই চাকার গাড়ি নির্মাতা, লাফিয়ে বেড়েছে তাদের শেয়ারের দাম। সেই অনুসারে বাণিজ্যিক গাড়ি নির্মাতা সংস্থাগুলির শেয়ারের তেমন দরবৃদ্ধি হয়নি। বিনিয়োগকারীদের হতাশ করেছে অশোক লেল্যান্ড, এসকর্টসের মতো সংস্থা।