Hepatitis: ভারতে আরও বিপজ্জনক হেপাটাইটিস! দৈনিক মৃত্যু ৩৫০০, বিশ্বজুড়ে প্রাণ গিয়েছে ১৩ লাখের, সতর্ক করল WHO

মৃত্যুর কারণ হেপাটাইটিস-বি। মৃত ১৩ লক্ষ রোগী। প্রতিদিন মৃত্যু হচ্ছে ৩,৫০০ জনের। বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী, এই রোগে সবচেয়ে বেশি আক্রান্ত দেশগুলির মধ্যে ভারতও রয়েছে। ভারতে ক্রমশ বিপজ্জনক হয়ে উঠছে হেপাটাইটিস। আগেভাগে সতর্ক করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সারা বিশ্বে হেপাটাইটিস রোগ মৃত্যুর দ্বিতীয় কারণ হয়ে দাঁড়িয়েছে। এই রোগের সঙ্গে লড়াই করছে এমন ১০টি দেশের তালিকাও তৈরি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। যার মধ্যে প্রথমেই রয়েছে বাংলাদেশ এবং দ্বিতীয় চীন। আর ভারত চতুর্থ স্থানে রয়েছে।

  • ১৮৭টি দেশে হেপাটাইটিস সংক্রান্ত পরীক্ষা চালানো হয়েছে

বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই প্রতিবেদনে জানিয়েছে যে বিশ্বের ১৮৭টি দেশকে হেপাটাইটিস সংক্রান্ত পরীক্ষায় অন্তর্ভুক্ত করা হয়েছিল। পরীক্ষার তথ্য অনুযায়ী, ২০১৯ সালে হেপাটাইটিস রোগীর সংখ্যা ছিল ১.১ মিলিয়ন, যা ২০২২ সালে বেড়ে ১.৩ মিলিয়ন হয়েছে। এর মধ্যে ৮৩ শতাংশ হেপাটাইটিস-বি আক্রান্ত এবং বাকি ১৭ শতাংশ হেপাটাইটিস-সি আক্রান্ত। হেপাটাইটিস সি-এর সংখ্যাটা পাঁচ কোটি। আক্রান্তদের অর্ধেকই ৩০-৫৪ বছর বয়সি। ১২ শতাংশ রয়েছেন নাবালক। আক্রান্তের ৫৮ শতাংশই আবার পুরুষ। ডব্লিউএইচওর রিপোর্ট বলছে, হেপাটাইটিস-বিতেই বেশিরভাগ মানুষ ভুগছেন। তাই, ডব্লিউএইচও হেপাটাইটিসের এই উপসর্গ থেকে দূরে থাকার জন্য মানুষকে সতর্ক করেছে ইতিমধ্যেই। ২০৩০ সালের মধ্যেই এই ভয়াবহ রোগের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ করা হবে বলে আশ্বাসও দেওয়া হয়েছে।

  • হেপাটাইটিস কত রকমের

হেপাটাইটিস অনেক ধরনের আছে। লক্ষণ অনুযায়ী একে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এর সবচেয়ে সাধারণ লক্ষণ হল লিভার অত্যন্ত পরিমাণে ফুলে যাওয়া।

১) হেপাটাইটিস বি: ভাইরাস দ্বারা সৃষ্ট লিভার সংক্রমণ হল হেপাটাইটিস বি, টিকার মাধ্যমে এই রোগ প্রতিরোধ করা যেতে পারে।

২) হেপাটাইটিস সি: লিভারে ভাইরাস ছড়িয়ে পড়ার কারণে এই রোগে লিভার অত্যধিক পরিমাণে ফুলে যায়।

৩) অ্যালকোহলযুক্ত হেপাটাইটিস: অতিরিক্ত অ্যালকোহল পান করলে লিভার ফুলে যায়। এগুলি ছাড়াও হেপাটাইটিস ডি, এ, ইর ক্ষেত্রেও লিভার সম্পর্কিত গুরুতর রোগ হয়।

  • হেপাটাইটিসের আশঙ্কা কমবে কীভাবে

হেপাটাইটিস কমানোর জন্য যে বিষয়গুলো মাথায় রাখতে হবে, তা হল নিম্নরূপ:

১) হেপাটাইটিস এড়াতে, সময়ে সময়ে নিজের টেস্ট করান।

২) নিশ্চিত করুন যে আপনি সময়মতো টিকা নিয়েছেন।

৩) ব্লেড এবং রেজার বা আপনার শরীরের সঙ্গে সরাসরি যোগাযোগে এসেছে এমন জিনিস অন্যকে দেবেন না বা তাঁদের কাছ থেকে এই জিনিসগুলি নেবেন না।

৪) টিকা নেওয়ার সময়, নিশ্চিত করুন যে আপনাকে দেওয়া সিরিঞ্জটি অন্য কারও জন্য ব্যবহার করা হয়নি।

  • কোন কোন দেশে হেপাটাইটিসের ঝুঁকি বেশি

এই দেশগুলি হু দ্বারা প্রকাশিত সবচেয়ে বেশি আক্রান্ত দেশের তালিকায় রয়েছে।

১) বাংলাদেশ

২) চিন

৩) ইথিওপিয়া

৪) ভারত

৫) ইন্দোনেশিয়া

৬) নাইজেরিয়া

৭) পাকিস্তান

৮) ফিলিপাইন

৯) রাশিয়া

১০) ভিয়েতনাম