IPL 2024 RR vs GT LIVE Score Today Match Apr 10 Live Updates Rajasthan Royals vs Gujarat Titans Scorecard Match Highlights

জয়পুর: টুর্নামেন্টের ইতিহাসে প্রথমবার জয় ছিনিয়ে নিয়েছিল একটা দল। অন্য়দিকে দ্বিতীয় দলটি প্রথমবার আইপিএলের ইতিহাসে খেলতে নেমেই চ্যাম্পিয়ন হয়েছিল। গতবারের রানার্স আপ। আজ ২২ গজে মুখোমুখি হতে চলেছে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) ও গুজরাত টাইটান্স (Gujrat Titans)। আইপিএলের ইতিহাসে এই দুই দল এখনও পর্যন্ত মোট ৫ বার মুখোমুখি হয়েছিল আইপিএলে (IPL 2024)।

আইপিএলে মুখোমুখি রাজস্থান রয়্যালস ও গুজরাত টাইটান্স

মোট ম্য়াচ: ৫ বার

রাজস্থান রয়্যালস জয়ী: ১ বার

গুজরাত টাইটান্স জয়ী: ৪ বার

গুজরাত টাইটান্স রাজস্থানের বিরুদ্ধে এক ইনিংসে সর্বোচ্চ রান বোর্ডে তুলেছিল ১৯২ রান

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে গুজরাতের এক ইনিংসে সর্বোচ্চ রান: ১৮৮

সর্বনিম্ন স্কোর গুজরাতের: ১৭৭

রাজস্থানের সর্বনিম্ন স্কোর: ১১৮

রাজস্থান শিবিরে চোট আঘাত কোনও সমস্যা নেই। আজকের ম্য়াচেও দলের উইনিং কম্বিনেশন না ভাঙার সম্ভাবনাই বেশি। সেক্ষেত্রে পরিস্থিতি বুঝে টসের ওপর নির্ভর করবে হয়ত যে কোন প্লেয়ারকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে দলে নেওয়া হতে পারে। রাজস্থান রয়্য়ালসের সবচেয়ে প্লাস পয়েন্ট শক্তিশালী বোলিং লাইন আপ। বাঁহাতি বোল্টের সঙ্গে প্রোটিয়া পেসার নান্দ্রে বার্গার তাঁর প্রথম আইপিএল মরশুমেই দুর্দান্ত ফর্মে রয়েছেন। প্রতি ম্য়াচেই এই জুটি চাপে ফেলেছে পাওয়ার প্লে-তে। এছাড়া মিডল ওওভারগুলোতে রয়েছে চাহাল ও অশ্বিনের জুটি। সোয়াই মানসিংহ স্টেডিয়ামে ঘরের মাঠে চেনা পরিবেশে খেলতে নামবে সঞ্জু স্যামসনরা। গত ম্য়াচে বাটলার সেঞ্চুরি হাঁকিয়েছেন। ইংরেজ ব্যাটারের রানের মধ্যে ফেরা ইতিবাচক দিকে রাজস্থান রয়্যালসের জন্য। 

গুজরাত টাইাটান্স শিবিরের জন্য অবশ্য সমস্যা বেড়েছে ডেভিড মিলারের চোটের জন্য় অনুপস্থিতি। তিনি না থাকায় মিডল অর্ডার অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। বিশেষ করে বিজয় শঙ্কর, রাহুল তেওয়াটিয়ারা কেউই পারছেন না দলকে উদ্ধার করতে। নিজেদের শেষ ম্য়াচে গুজরাত টাইটান্সের সামনে ছিল লখনউ সুপারজায়ান্টস। সেই ম্য়াচে রাহুলের দল ৩৩ রানে হারিয়ে দিয়েছিল গুজরাত টাইটান্সকে। প্রথমে ফিল্ডিং করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৬৩ রান বোর্ডে তুলেছিল লখনউ সুপারজায়ান্টস। এত কম রানে প্রতিপক্ষকে বেঁধে রেখেও ম্য়াচ জিততে পারেনি গুজরাত। লখনউয়ের যশ ঠাকুর পাঁচ উইকেট নিয়েছিল। তিনি একাই ম্য়াচ শেষ করে দিয়েছিলেন। আজ রাজস্থানের অপেক্ষাকৃত আরও শক্তিশালী বোলিং লাইন আপের বিরুদ্ধে কী করেন গিলরা, তা দেখার।