Guwahati IIT Student Death: যাদবপুরের ছায়া গুয়াহাটি আইআইটিতে, হস্টেল থেকে উদ্ধার ছাত্রের দেহ, র‌্যাগিং হত?

SILCHAR :

বিশ্বকল্যাণ পুরকায়স্থ

অসমের গুয়াহাটির ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির (আইআইটি) প্রথম বর্ষের এক ছাত্রের মৃতদেহ বুধবার রাতে ইনস্টিটিউট ক্যাম্পাসের ভিতরে তার হস্টেলের ঘর থেকে উদ্ধার করা হয়েছে। মৃতের বয়স ২০ বছর। গোটা ঘটনাকে ঘিরে শোরগোল পড়েছে। মৃতের নাম সৌরভ কুমার। তিনি বিহারের সমস্তিপুরের বাসিন্দা ছিলেন। 

পুলিশ এটিকে আত্মহত্যার ঘটনা বলে সন্দেহ করলেও মৃতের পরিবার অভিযোগ করেছে যে তাকে হত্যা করা হয়েছে এবং বিষয়টি নিয়ে উচ্চ পর্যায়ের তদন্তের দাবি জানিয়েছে।

বিহারের সমস্তিপুর এলাকার বাসিন্দা ওই ছাত্র ওই ইনস্টিটিউটে বি-টেক পড়তেন।

মৃতদেহ ময়নাতদন্তের জন্য গুয়াহাটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ আধিকারিক বলেন, রিপোর্ট পেলেই আমরা স্পষ্ট ছবি পাব।

ইনস্টিটিউট সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে দেহটি উদ্ধার করা হয়।  ‘বুধবার রাতে হস্টেলের ঘর থেকে তার মৃতদেহ পাওয়া যায় এবং আমরা সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিই। নাম প্রকাশে অনিচ্ছুক আইআইটি-র এক আধিকারিক জানিয়েছেন, পুলিশের একটি দল এসে মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।

উপরে উদ্ধৃত পুলিশ আধিকারিক বলেছেন যে এটি ‘আত্মহত্যার ঘটনা বলে মনে হচ্ছে’, পরিবারের অভিযোগ, ছাত্রটিকে হস্টেল থেকে অপহরণ করা হয়েছিল এরপর তাকে হত্যা করা হয়।

মৃত ছাত্রের বাবা জানিয়েছেন,  এটি পরিষ্কার হত্যাকাণ্ড এবং এখন কর্তৃপক্ষ এটিকে আত্মহত্যা হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করছে। ওই ছাত্র বেশ কয়েকবার Ragging-এর শিকার হয়েছিলেন এবং তিনি কর্তৃপক্ষকেও জানিয়েছিলেন কিন্তু তারা মনোযোগ দেয়নি, মৃতের পরিবারের তরফে  ইনস্টিটিউটের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তোলা হয়েছে। তারা এনিয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন।

পরিবারের দাবির বিষয়ে ইনস্টিটিউট কোনও মন্তব্য না করলেও একটি বিবৃতিতে বলেছে: “গভীর দুঃখের সঙ্গে জানানো হচ্ছে যে আইআইটি গুয়াহাটি ১০ এপ্রিল, ২০২৪ ক্যাম্পাসে একজন পুরুষ শিক্ষার্থীর মৃত্যুর দুর্ভাগ্যজনক সংবাদ মিলেছে। পরিবারের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা রইল এবং আমরা এই কঠিন সময়ে তাদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করছি। কী কারণে এই দুর্ভাগ্যজনক ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ। শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমাদের সমবেদনা রইল।

এদিকে প্রসঙ্গত এর আগে কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রের রহস্যমৃত্যুকে কেন্দ্র করে একেবারে শোরগোল পড়ে গিয়েছিল। এরপরই যাদবপুরের অন্দরে Ragging -এর নানা অভিযোগ সামনে আসতে থাকে। এবার অনেকটাই যাদবপুরেরই ছায়া দেখা গেল অসমের গুয়াহাটির আইআইটিতে।