MS Dhoni: ‘ভগবান’ দর্শনের পণ, দেননি তিন মেয়ের স্কুল ফিজ, টিকিটে খরচ করলেন…টাকা!

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: কে বলবেন মানুষটা পাঁচ বছর আগে আন্তর্জাতিক ক্রিকেটার পাট চুকিয়ে ফেলেছেন। তিনি ভারতীয় দলে প্রাক্তন। পেশাদার ক্রিকেট বলতে শুধু বার্ষিক আইপিএল (IPL)। জনপ্রিয়তায় এক ফোঁটা ভাটা তো পড়েনি। বলা যায় তাঁকে দেখার জন্য় অনুরাগীদের দিনের পর দিন ঢল বাড়ছে। গোটা গ্য়ালারির রঙ হলুদ হয়ে যায়। বুঝতেই পারছেন যে, কথা হচ্ছে একমেবাদ্বিতীয়ম কিংবদন্তি এমএস ধোনিকে (MS Dhoni) নিয়ে। গত সোমবার চিপকের এমএ চিদম্বরম স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংস মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্সের (CSK vs KKR, IPL 2024)! টানা তিন ম্য়াচ জেতা কেকেআরের অশ্বমেধের ঘোড়া চেন্নাই এক্সপ্রেসের ধাক্কায় ছিটকে গিয়েছিল। সিএসকে ১৪ বল হাতে রেখে সাত উইকেটে ম্য়াচ বার করে নেয়। 

আরও পড়ুন: WATCH | SS Rajamouli With David Warner: রাজামৌলির ফোন ওয়ার্নারকে! শ্যুটিং শুরু পুরোদমে…ঝট করে দেখুন ভিডিয়ো

এই ম্যাচের পরেই ধোনির এক অন্ধভক্তের ঘটনা সামনে আসে। চেন্নাইয়ের স্থানীয় এক চ্যানেলের একটি ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে। সেখানে ধোনির ফ্য়ান বলেছেন যে,  ‘ভগবান’ দর্শনের পণই ছিল তাঁর এবং তাঁর মেয়েদের। যার জন্য় তিনি তিন কন্য়ার স্কুল ফিজও দেননি। সেই টাকায় ম্য়াচ টিকিট কেটেছেন। সিএসকে ফ্য়ান বলেন, ‘দেখুন আমি টিকিট না পেয়েই ব্ল্য়াকে টিকিট কেটেছিলাম। আমার মোট খরচ হয়েছে ৬৪ হাজার টাকা। আমি এখনও মেয়েদের স্কুল ফিজ দিতে পারেনি। আমরা চেয়েছিলাম শুধু একবার এমএস ধোনিকে চোখের সামনে দেখতে। আমার তিন কন্য়া এবং আমি খুব খুশি।’ সিএসকে ফ্য়ানের এক কন্য়া বলে, ‘আমার বাবা খুব কঠিন পরিশ্রম করে এই টিকিট জোগাড় করেছে। ধোনি যখন ব্য়াট করতে আসে, তা দেখে আমরা খুব খুশি হয়েছি।’

এই ম্য়াচের ধোনির ব্য়াট করতে নামার আগেও এক কাণ্ড ঘটেছিল। কলকাতার ১৩৭ রান তাড়া করতে নেমে চেন্নাই ১৬.৫ ওভারে তৃতীয় উইকেট হারায়। ততক্ষণে চেন্নাইয়ের স্কোরবোর্ডে উঠে গিয়েছিল ১৩৫ রান। জয়ের দুয়ারেই চলে এসেছিল সিএসকে। শিবম দুমে ১৮ বলে ২৮ রান করে বৈভব অরোরার বলে ক্লিন বোল্ড হয়ে যান। আর এরপরেই চেন্নাইয়ের দর্শক ধোনির নামে জয়ধ্বনি দিতে শুরু করে দেন। কারণ তাঁরা প্রিয়তম ধোনিকে ব্য়াট হাতে মাঠে দেখার জন্য় অপেক্ষার প্রহর গুণতে শুরু করেন। দর্শক জানেন যে, এবার কিংবদন্তিই নামবেন মাঠে। আর এই দৃশ্য বারবার দেখা যাবে না বা বেশিদিনও দেখা যাবে না। ফলে তারা এই মুহূর্তকে মনের মণিকোঠায় আজীবন রেখে দিতে চান। ঠিক এমন সময়ে সকলকে চমকে দিয়ে ধোনির আগে মাঠে ব্য়াট করতে নেমে আসেন জাদেজা। যা দেখে গ্য়ালারিতে থমকে যায়। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্য়েই জাদেজা ইউটার্ন নিয়ে হাসি মুখে ফিরে যান ড্রেসিংরুমে। নেমে পড়েন ধোনি। ফের গ্য়ালারি ফেটে পড়ে করতালিতে। 

আরও পড়ুন: Suryakumar Yadav | MI vs RCB | IPL 2024: সেই মেজাজ…রাতের সাগরপারে উঠল সূর্য, প্রবল ছটায় ‘সাত’কাহনের মাইলস্টোন

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)