MS Dhoni fan buy IPL 2024 ticket for 64000 despite daughters school fees due netizens react

নয়াদিল্লি: মহেন্দ্র সিংহ ধোনিকে (Mahendra Singh Dhoni) ঘিরে তাঁর অনুরাগীদের উন্মাদনা, উদ্দীপনা নিয়ে নতুন করে কিছু বলার নেই। আইপিএলে (IPL) সিএসকের প্রতিটি ম্যাচেই গ্যালারিভর্তি হলুদ জার্সি দেখে তা বুঝতে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। এই উন্মাদনার কারণ একটাই বা আরও ভালভাবে বললে একজন। তিনি মহেন্দ্র সিংহ ধোনি।

ধোনির এটাই শেষ আইপিএল ম্যাচ হতে পারে বলে অনেকেই মনে করছেন। তাই তাঁকে খেলতে দেখার জন্য আরও বেশি করে যেন মাঠে ভিড় উপচে পড়ছে। ধোনিকে খেলতে দেখার জন্য এক অনুরাগী সম্প্রতি ৬৪ হাজার টাকা খরচ করে টিকিট কেটেছেন, এই খবর সোশ্যাল মিডিয়ায় শোরগোল ফেলে দিয়েছে। সম্প্রতি এক ভাইরাল ভিডিওতে এক ধোনি সমর্থককে বলতে শোনা যায় তিনি কালো বাজারিদের কাছ থেকে ম্যাচের জন্য ৬৪ হাজার টাকায় টিকিট কেনেন।

ভাইরাল ভিডিওতে নিজের মাতৃভাষায় ওই ধোনি অনুরাগী বলেন, ‘আমি প্রথমে টিকিট পাইনি, তাই বাধ্য হয়েই কালো বাজারিদের থেকেই টিকিট কিনতে হয়। মোট ৬৪ হাজার টাকা খরচ হয় আমার। আমি এখনও ওদের (মেয়েদের) স্কুলের বেতন জমা দিইনি। তবে আমরা ধোনিকে অন্তত একবার খেলতে দেখতে চেয়েছিলাম।’ এক খুদে বলে উঠেন, ‘আমার বাবা এই টিকিটগুলি জোগাড় করার জন্য প্রচুর খেটেছেন। ধোনি যখন খেলতে দেখার সুযোগ পাওয়ায় আমরা খুবই খুশি।’

 

 

সেই ধোনি-অনুরাগী এবং তাঁর তিন মেয়ে ধোনিকে খেলতে দেখতে পাওয়ায় স্বাভাবিকভাবেই ভীষণ উচ্ছ্বসিত। তা তাঁদের চোখে, মুখে ধরা পড়ে, কিন্তু সেই ব্যক্তির এই কর্মকাণ্ড প্রবলভাবে সমালোচনার সম্মুখীন হয়েছে। অনেকেই সন্তানদের পড়াশোনা, স্কুলের বেতনের বদলে ক্রিকেটপ্রেমকে অগ্রাধিকার দেওয়া কতটা যুক্তিযুক্ত সেই নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: টসে কারচুপি! MI-RCB ম্যাচের ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় নেটপাড়া 

আরও দেখুন