পাঞ্জাবের লড়াই ছাপিয়ে হেটমায়ারে জিতলো রাজস্থান

আরেকটি হাড্ডাহাড্ডি লড়াইয়ে আইপিএলের ম্যাচ নির্ধারণ হলো। প্রথম ইনিংসের পর রাজস্থান রয়্যালস ছিল ফেভারিট, কিন্তু পাঞ্জাব কিংস লড়াই করে। শেষ ওভারে এক বল হাতে রেখে ৩ উইকেটে জিতেছে রাজস্থান।

পাঞ্জাব ৮ উইকেটে করে ১৪৭ রান। জবাবে ১৯.৫ ওভারে ৭ উইকেটে করে ১৫২ রান।

ব্যাটিংয়ে নেমে কোনও মোমেন্টাম পায়নি পাঞ্জাব। ইম্প্যাক্ট প্লেয়ার আশুতোষ শর্মা ১৬ বলে সর্বোচ্চ ৩১ রান করেন। তাতে দলের স্কোর ১৫০ এর কাছাকাছি যায়।

জবাবে রাজস্থান পাওয়ার প্লেতে কোনও উইকেট না হারিয়ে ৩৮ রান করে। তানুষ কটিয়ান নবম ওভারে উইকেট হারান। তারপরও আস্কিং রেট নিয়ন্ত্রণে ছিল। কিন্তু রাবাদা দুই ওভারে জয়সওয়াল ও স্যামসনকে ফেরান।

পাঞ্জাবের বোলাররা লড়াই গড়ে রাজস্থানকে চাপে ফেলেন। জুরেল যখন আউট হন তখন ১৬ বলে দরকার ৩৩ রান। শিমরন হেটমায়ার ও পাওয়েল ৪ বলে ১৮ রান করেন।

কারান শর্ট বলে পাওয়েলকে ফেরান। শেষ ওভারে লাগতো ১০ রান। আর্শদীপ সিং চেপে ধরতে চাইলেও হেটমায়ার দুই ছক্কায় জয় তুলে নেন। ১০ বলে অপরাজিত ২৭ রানে ম্যাচসেরা তিনি।

ছয় ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকলো রাজস্থান।