Poila Baishakh: আজ বিকেলে হালখাতার পুজো করাবেন? এখন থেকেই জেনে নিন শুভ সময়

আজ পয়লা বৈশাখ। বহু মানুষই আজও হালখাতা পুজো করেন এই দিনে। সময়ের সঙ্গে সঙ্গে হালখাতা পুজো নিয়ে আগ্রহ কমেছে। কিন্তু এখনও লাল রঙের হিসাবের খাতা ছাড়া যেন পয়লা বৈশাখের সবটুকু সম্পূর্ণ হয় না। বাংলা নববর্ষের প্রথম দিনে এই খাতায়  নাম তোলা হয়। আর সেই উপলক্ষেই হয় হালখাতার উৎসব।

(আরও পড়ুন: নতুন শুরু শুভ হোক! প্রিয় মানুষদের নববর্ষের শুভেচ্ছা জানান এভাবে, রইল টিপস)

হালখাতার উৎসবের ইতিহাস

শোনা যায়, বাংলার নবাব মুর্শিদকুলি খানের আমল থেকে হালখাতার উৎসব শুরু হয়। ব্যবসায়ীদের মধ্যে শুরু হয়েছিল এই হালখাতার উৎসবের। ‘হাল’ কথার অর্থ হল নতুন। নববর্ষে নয়া খাতায় ব্যবসার হিসার তোলার যে নিয়ম পালন করা হত, সেটাই ‘হালখাতা’ হিসেবে পরিচিত ছিল। পরবর্তীতে সেই হিসাবের লাল খাতা বা খেরো খাতার নাম ‘হালখাতা’ হয়ে যায়।

হালখাতা হল রাজস্ব আদায়ের আরও একটি নাম বলেও মনে করেন অনেকে ৷ চৈত্র মাসের শেষের রাজস্ব পরিশোধ করার রীতি ছিল ৷ তারপর নববর্ষের দিন থেকে নতুন করে হিসেব-নিকেশ চালু করা হত ৷ সেই রীতি মেনে পুরনো বছরের হিসেব মিটিয়ে নতুন বছরের হিসাব লেখা শুরু হয় ৷ এখনও বাংলার বহু ব্যবসায়িক প্রতিষ্ঠান ও দোকানে এই প্রথা পালিত হয় ৷ 

(আরও পড়ুন: সকাল থেকে বাজান পয়লা বৈশাখের গান, প্লেলিস্ট আর গানের কথাগুলি দেখে নিন এখানে)

এই বছর হালখাতা লেখার সময়

প্রতি বছর নববর্ষে অমৃতযোগে হালখাতা লেখা হয়ে থাকে। সেই সময় বিভিন্ন ধরনের শুভকর্ম সম্পন্ন হয়। পঞ্জিকা অনুযায়ী, এবার নববর্ষে চারটি সময় হালখাতা লেখা যাবে। বেণীমাধব শীলের পঞ্জিকা অনুযায়ী, এবার নববর্ষে কখন হালখাতা লিখবেন, তা দেখে নিন –

গঙ্গাস্নান: সকাল ৫টা ৫৭ মিনিট থেকে দুপুর ১টা ৪৭ মিনিট ৷

লক্ষ্মী-গণেশ পুজো: সকাল ৫টা ৫৭ মিনিট থেকে দুপুর ১২টা ৪৯ মিনিট পর্যন্ত পুজোর শুভ সময় ৷

হালখাতা পুজো: তিনটি শুভ সময় রয়েছে এ জন্য।

  • সকাল ৫টা ৪৯ মিনিট থেকে সকাল ৯টা থেকে ৩০ মিনিট পর্যন্ত
  • দুপুর ১২টা ৪৯ মিনিটের পর থেকে ১টা ৪৪ মিনিট
  • বিকাল ৪টে থেকে ৪টে ৪৫ মিনিটের মধ্যে হালখাতার পুজো শেষ করতে হবে ৷ 
  • তবে যে কোনও ক্ষেত্রেই মনে করা হয়, সমস্ত শুভ কাজ দুপুর ১২টার মধ্যে শেষ করা ভালো ৷