Former England star spinner Derek Underwood passes away at the age of 78

লন্ডন: আইপিএলের মাঝেই শোকের খবর বিশ্বক্রিকেটে। প্রয়াত হলেন ইংল্যান্ডের কিংবদন্তি স্পিনার।

ইংল্যান্ড ও কেন্টের কিংবদন্তি স্পিনার ডেরেক আন্ডারউড (Derek Underwood) সোমবার প্রয়াত হলেন। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। ইংল্যান্ডের হয়ে ৮৬টি টেস্ট ম্যাচ খেলেছেন আন্ডারউড। ১৯৬৬ সালের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ট্রেন্ট ব্রিজে তাঁর অভিষেক হয়। টেস্ট ক্রিকেটে ২৯৭ উইকেট নিয়েছেন। ২৫.৮৩ গড়ে। অর্থাৎ, প্রত্যেক ২৫.৮৩ রান খরচ করে একটি করে উইকেট তুলতেন ডেরেক। যা বোলারদের ঈর্ষণীয় সাফল্য বলেই মনে করা হয়। ইংল্যান্ডের স্পিনারদের মধ্যে টেস্টে সবচেয়ে বেশি উইকেট রয়েছে ডেরেকের ঝুলিতেই। সব মিলিয়ে টেস্টে ইংল্যান্ডের ষষ্ঠ সর্বোচ্চ উইকেটপ্রাপক তিনি।

 

কেন্টের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন আন্ডারউড। মাত্র ১৭ বছর বয়সে অভিষেক হয়েছিল। তারপর থেকে কেন্টের হয়ে ৯০০ ম্যাচ খেলেন। ২৫২৩টি উইকেট নেন। মাত্র ১৯ গড়ে। ১৯৬৩ সাল থেকে ১৯৮৭ সাল পর্যন্ত কেন্টের হয়ে খেলেছেন আন্ডারউড। কনিষ্ঠতম বোলার হিসাবে ১০০ উইকেট নেওয়ার নজির গড়েছিলেন তিনি। মাত্র ২৫ বছর বয়সে ১০০০ উইকেট নেন। ১০ মরশুম তিনি একশো বা তার বেশি উইকেট নিয়েছেন। ১৯৬৬ সালে সর্বোচ্চ ১৫৭টি উইকেট নিয়েছিলেন। চারবার তিনি ইংল্যান্ডের বর্ষসেরা বোলার হন।

 

ইংল্যান্ড ক্রিকেট বোর্ড একটি বিবৃতিতে জানিয়েছে, দেশের সর্বকালের অন্যতম সেরা স্পিনার হিসাবেই ডেরেক আন্ডারউডকে মনে রাখা হবে। সুন্দর বোলিং অ্যাকশন এবং নিখুঁত লাইন-লেংথের জন্য পরিচিত ছিলেন আন্ডারউড। ভেজা উইকেটে যেখানে পেসারদের দাপট দেখানোর কথা, সেখানেও ভয়ঙ্কর ছিলেন আন্ডারউড। ১৯৬৮ সালের অ্যাশেজ সিরিজে ওভালে শেষ টেস্টটি স্মরণীয় হয়ে রয়েছে তাঁর জন্যই। বৃষ্টিবিঘ্নিত সেই টেস্টে মাঠকে খেলার উপযোগী করে তুলতে দর্শকেরাও হাত লাগিয়েছিলেন। সেই ম্যাচে আন্ডারউড মাত্র ২৭ বলের ব্যবধানে ৪ উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে একাই হারিয়ে দিয়েছিলেন। ম্যাচ শেষ হওয়ার মাত্র ৬ মিনিট বাকি থাকতে।

আরও পড়ুন: সৌরভ-শাহরুখের মানবিক উদ্যোগ, ক্রিকেট ও খাওয়াদাওয়ায় নববর্ষ কাটল অনাথ শিশু-কিশোরদের

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও দেখুন