Sydney church stabbing Latest: সিডনিতে এবার চার্চে ছুরি নিয়ে হামলা আততায়ীর! শপিং মল-কাণ্ডের পর নয়া আতঙ্ক, আহত বহু, ধৃত ১

অস্ট্রেলিয়ার সিডনির পশ্চিমী এলাকার এক চার্চে আচমকা আততায়ীর হামলার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। শপিং মলের পর এই স্থানীয় চার্চেও ছুরি নিয়ে হামলা চালায় এক ব্যক্তি। জানা গিয়েছে, তাকে গ্রেফতার করেছে অস্ট্রেলিয়া পুলিশ। উল্লেখ্য, সদ্য সিডনিতে এক শপিং মল-এ হামলার জেরে অন্ততপক্ষে ৬ জনের মৃত্যু হয়। এক ৯ মাসের শিশুকেও সেখানে ছুরিকাঘাত করতে ছাড়েনি আততায়ী। যাকে পরে গুলি করে নিকেশ করে পুলিশ।

এই নিয়ে এক সপ্তাহের মধ্যে সিডনিতে পর পর ২ টি ছুরি নিয়ে হামলার ঘটনা উঠে এল। তবে জানা গিয়েছে, চার্চের ভিতরে যাঁদের ছুরি দিয়ে আঘাত করা হয়েছে, তাঁদের গুরুতর জখম নেই। আহতদের অ্যাম্বুলেন্সে ড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে, পর পর ছুরি নিয়ে হামলার জেরে আতঙ্ক ছড়িয়েছে সিডনিতে। এই ঘটনার নেপথ্য কারণ কী হতে পারে? প্রশ্ন উঠছে। এছাড়াও অস্ট্রেলিয়ার বুকে নিরাপত্তা নিয়েও নানান সওয়াল উঠছে।

( Gold Vastu Shastra Tips: বাড়িতে সোনা কোনদিকে রাখা শুভ? ধন সম্পত্তির ভাগ্য তুঙ্গে রাখতে বাস্তুশাস্ত্র টিপস দেখে নিন)

( Couples donates 200 crore to be ascetics:বাকি জীবন কাটাতে চান জৈন তপস্বী হয়ে, ২০০ কোটি বিলিয়ে দিলেন বিজনেস টাইকুন)

পুলিশের তরফে জানানো হয়েছে, যে ব্যক্তিকে এই চার্চের ভিতর ছুরি নিয়ে হামলায় গ্রেফতার করা হয়েছে, সে পুলিশি জেরার জবাব দিচ্ছে, পুলিশের সঙ্গে সহায়তা করছে। জানা গিয়ছে, সিডনির ওয়েকলের ওয়েলকাম স্ট্রিটে এই ঘটনা ঘটে গিয়েছে। যানা গিয়েছে, যাকে গ্রেফতার করা হয়েছে সে পুরুষ। ইতিমধ্যেই ইমার্জেন্সি মেডিক্যাল টিম সেখানে পৌঁছেছে। প্রসঙ্গত, এর আগে সিডনিতে সদ্য বন্ডি জংশনের শপিং মলে এক ব্যক্তি ছুরি নিয়ে হামলা চালায়। পর পর জনকে সে ছুরির কোপ বসাতে থাকে। রক্তাক্ত হয়ে আহতরা মাটিতে লুটিয়ে পড়েন। এক ৯ মাসের শিশু ও তার মাকেও হামলা করতে ছাড়েনি ওই আততায়ী। বিভিন্ন ভিডিয়োয় সেদিনের পরিস্থিতির ছবি দেখা যায়। দেখা যাচ্ছে, যখন হাতে ছুরি নিয়ে ওই ব্যক্তি শপিং মল-এ ঘুরছে, তখনই যাকে হাতের সামনে পাচ্ছে ওই আততায়ী তাকেই তাড়া করছে এমনটা দেখা যায়। একটা সময় আততায়ীর রাস্তা আটকে দেয় এক সাধারণ যুবক। পরে আততায়ীকে গুলি করেন এক মহিলা পুলিশ। সে ঘটনার রেশ কাটতে না কাটতেই সিডনিতে নতুন করে হামলা হল চার্চে।