IPL 2024: Delhi Capitals won by 6 wickets against Gujrat Titans get to know

আমদাবাদ: নিজেদের ঘরের মাঠে লজ্জার হার গুজরাত টাইটান্সের (Gujrat Titans)। দিল্লি ক্য়াপিটাসের (Delhi Capitals) বিরুদ্ধে হেরে গেল শুভমন গিলের (Subhman Gill) দল। ৯০ রান তাড়া করতে নেমে মাত্র ৮.৫ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নিল ঋষভ পন্থের (Rishabh Pant) দল। দিল্লির জার্সিতে ওপেনে ফিরে ঝোড়া ২০ রানের ইনিংস খেললেন জ্যাক ফ্রেসার। অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়লেন পন্থ। এই নিয়ে চলতি আইপিএলে নিজেদের তৃতীয় জয় ছিনিয়ে নিল দিল্লি। পয়েন্ট টেবিলেও তারা ৬ নম্বরে উঠে এল।

মাত্র ৯০ রানের লক্ষ্যমাত্রা ছিল। ওয়ার্নার না থাকায় জ্যাক ফ্রেসার ম্য়াকগ্রুক নেমেছিলেন পৃথ্বী শ-র সঙ্গে ওপেনিংয়ে। শুরুতেই চালিয়ে খেলার পন্থা বেছে নেন ম্য়াকগ্রুক। ১০ বলে ২০ রানের ইনিংস খেলেন তিনি। ১টি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকান তিনি। অভিষেক পোড়েল ৭ বলে ১৫ রানের ইনিংস খেলেন। ২টো বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকান তিনি। পৃথ্বী ৭ রান করে প্যাভিলিয়নে ফেরেন আউট হয়ে। অল্প রানের পুঁজি নিয়েও লড়াই চালিয়ে যাচ্ছিলেন গুজরাতের বোলাররা। দিল্লির ৪ ব্যাটারকে প্যাভিলিয়নের রাস্তাও দেখান তিনি। শাই হোপ ১৯ রান করে রাশিদ খানের বলে আউট হন তিনি। তবে ঋষভ পন্থ ও নবাগত সুমিত কুমার মিলে দলকে জয় এনে দেন। ৮.৫ ওভারে জয় ছিনিয়ে নেয় দিল্লি। পয়েন্ট টেবিলেও ছয় নম্বরে উঠে আসে তারা। গুজরাত নেমে যায় সাত নম্বরে। 

এদিন প্রথম টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন পন্থ। ওপেনিংয়ে ফিরেছিলেন গিল-ঋদ্ধি জুটি। কিন্তু শুরু থেকেই ধারাবাহিকভাবে উইকেট হারাতে থাকে গুজরাত। গিল দুটো বাউন্ডারি হাঁকালেও ৮ রান করেই ইশান্ত শর্মার বলে পৃথ্বী শ-র হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। ঋদ্ধিমান ১০ বল ক্রিজে খেললেও মাত্র ২ রানের বেশি করতে পারেননি। তিনি মুকেশ কুমারের বলে বোল্ড হয়ে যান। সাই সুদর্শনকেও ফিরতে হয় রান আউট হয়ে ১২ রান করে। মিলার ফিরে এসেছিলেন। কিন্তু আশা জোগাতে পারলেন না। ২ রান করে তিনি ইশান্তের বলে আউট হয়ে। অভিনব মনোহরকে ফিরিয়ে দেন ত্রিস্টান স্টাবস। গুজরাত আরও কম রানেই গুটিয়ে যেত। তবে লোয়ার অর্ডারে কিছুটা সামাল দেওয়ার চেষ্টা করেন রাশিদ খান। তিনি ৩১ রান করে আউট হন মুকেশের বলে।

আরও দেখুন