IPL 2024: Gujrat Titans vs Delhi Capitals when and where to watch get to know

আমদাবাদ: দুটো দলই এই মুহূর্তে প্লে অফে জায়গা করে নেওয়ার জন্য কঠিন লড়াই করে যাচ্ছে। কারণ টুর্নামেন্ট এখনও পর্যন্ত দুটো দলেরই খুব একটা ভাল যায়নি। এখনও পর্যন্ত দুটো দলই ৬টি করে ম্য়াচ খেলেছে। আর গুজরাত (Gujrat Titans) ঝুলিতে পুরে নিয়েছে তিনটি জয়ের সঙ্গে সঙ্গে ৬ পয়েন্ট। অন্যদিকে দিল্লি মাত্র দুটো ম্য়াচ জিতেছে। ঝুলিতে পুরেছে ৪ পয়েন্ট। পয়েন্ট টেবিলে গুজরাত রয়েছে এই মুহূর্তে ছয় নম্বরে ও দিল্লি রয়েছে নয় নম্বরে। 

কাদের ম্যাচ?

আজ আইপিএলে মুখোমুখি হতে চলেছে গুজরাত টাইটান্স ও দিল্লি ক্যাপিটালস

কোথায় খেলা?

খেলাটি হবে আমদাবাদের নরেন্দ্র মোদি আন্তর্জাতিক স্টেডিয়ামে

ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধে ৭.৩০ থেকে। তার ৩০ মিনিট আগে অর্থাৎ সন্ধে ৭টায় টস আয়োজিত হবে।

কোথায় দেখবেন?

ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে স্টার নেটওয়ার্কের একগুচ্ছ চ্যানেলে।

অনলাইন স্ট্রিমিং?

টিভির সামনে বসার সুযোগ না থাকলে স্মার্টফোনে জিও সিনেমা অ্যাপে দেখতে পাওয়া যাবে এই সিরিজ়।

দুটো দলই অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে দেশের জার্সিতে খেলেছিলেন। দুজনই এরপর দেশের জার্সিতে সিনিয়র দলে খেলেছেন। দিল্লি শিবির এই মরশুম চনমনে হয়েছে ঋষভ পন্থের প্রত্য়াবর্তনে। গাড়ি দুর্ঘটনা থেকে সেরে উঠে প্রায় দেড় বছর পর ২২ গজে ফিরেছেন বাঁহাতি উইকেট কিপার ব্যাটার। অন্য়দিকে শুভমন গিল এই মরশুমে প্রথমবার আইপিএলে নেতৃত্বভার সামলাচ্ছেন। 

এখনও পর্যন্ত আইপিএলে মোট ৩ বার মুখোমুখি হয়েছে দুটো দল। তার মধ্যে ২ বার জিতেছে গুজরাত টাইটান্স। অন্য়দিকে ১ বার জয় ছিনিয়ে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। গুজরাত টাইটান্সের জার্সিতে এই ম্য়াচে ফিরতে পারেন ডেভিড মিলার। তিনি ফিরলে তা কিন্তু বাড়তি প্লাস পয়েন্ট হবে দলের জন্য। সেক্ষেত্রে হয়ত নূর আহমেদকে বসানো হতে পারে। শাহরুখ খানকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবেই খেলানো হতে পারে। 

দিল্লি ক্যাপিটালস হয়ত আগের ম্য়াচের একাদশে কোনও বদল আনবে না। সেক্ষেত্রে অভিষেক পোড়েলকই ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলানো হতে পারে ফের। মিচেল মার্শকে এই ম্য়াচেও পাবে না দিল্লি শিবির। ফলে ওয়ার্নার, পৃথ্বী ও পন্থের ওপরই কিন্তু দায়িত্ব বাড়বে। বোলিং লাইন আপে মুকেশ কুমার ফেরায় কিছুটা ধার বাড়বে। এছাড়া দিল্লির মিডল অর্ডারে ট্রিস্টান স্টাবের ধারাবাহিক পারফরম্য়ান্স দিল্লি ম্য়ানেজমেন্টকে আশাবাদী রাখবে। 

আরও দেখুন