মানব ও সুপারি পাচারের অভিযোগে ভারতে শুল্ক কর্মকর্তা গ্রেফতার 

সীমান্তে মানব ও সুপারি পাচারের অভিযোগে খোদ ভারতীয় শুল্ক দফতরের এক কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। দুর্নীতির অভিযোগে এই  কর্মকর্তাকে গ্রেফতার করেছেন শুল্ক দফতরের দুর্নীতি দমন শাখার কর্মকর্তারা।  বৃহস্পতিবার (১৮ এপ্রিল) তাকে আদালতে তোলা হয়েছে।

ধৃত কর্মকর্তার নাম সমীর শংকর। তিনি পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগণা জেলার রাজপুর-সোনারপুর শুল্ক দফতর অফিসে কর্মরত ছিলেন। দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল সীমান্তে পাচারের সঙ্গে যুক্ত এই কর্মকর্তা।

৩১ জানুয়ারি বসিরহাটের হেমনগর কোস্টাল থানার সামশেরনগরের ভারত-বাংলাদেশ সীমান্তের রায়মঙ্গল নদী থেকে দুটি যন্ত্রচালিত ট্রলারে করে ২৭ জনের একটি বাংলাদেশি চক্র ভারতের ভূখণ্ডে ঢুকেছিল। ওই সময় ১১৮নং ব্যাটেলিয়ানের সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-এর জওয়ানরা তাদেরকে আটক করে শুল্ক দফতরের হাতে তুলে দেয়। তাদের কাছ থেকে উদ্ধার হয় ১১৫২ বস্তা সুপারি। যার ওজন ৭০.৩২টন, বাজার মূল্য প্রায় সাড়ে চার কোটি রুপি। তারপর তদন্তের ভার পড়ে শুল্ক দফতরের ডিরেক্টরেট অব রেভেনিউ ইন্টেলিজেন্স বা দুর্নীতি দমন শাখার হাতে। দীর্ঘ তদন্ত প্রক্রিয়ার মধ্য দিয়ে জানতে পারা যায়, এই পাচারের সঙ্গে পরোক্ষভাবে যুক্ত ছিলেন শুল্ক দফতরে কর্মকর্তা সমীর শংকর। এই খবর শুল্ক দফতরের দুর্নীতি দমন শাখার কর্মকর্তারা জানতে পারলে জেরা করতেই তিনি স্বীকার করেন এর সঙ্গে যুক্ত থাকার কথা। তারপ‍র তাকে গ্রেফতার করা হয়। 

ধৃত সমীর শংকরকে বৃহস্পতিবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে। ডিরেক্টর অব রেভিনিউ ইন্টেলিজেন্স অর্থাৎ ডিআরআই তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে বিচারকের কাছে। যদিও তদন্তের স্বার্থে এই বিষয়ে শুল্ক দফতরের দুর্নীতি দমন শাখার কর্মকর্তারা মুখ খুলতে নারাজ।