IPL 2024 Virat Kohli fined 50 per cent of his match fees for breaching IPL Code of Conduct during KKR vs RCB match at Eden Gardens

কলকাতা: তিনি যে কঠোর শাস্তি পাবেন, তা কার্যত নিশ্চিত ছিলই। রবিবারই এবিপি লাইভ বাংলা লিখেছিল যে, কড়া শাস্তি হতে পারে তাঁর। সেই আশঙ্কাই সত্যি হল। 

আউট হয়ে অসন্তোষ প্রকাশ করে ও মাঠে আম্পায়ারের সঙ্গে তর্কাতর্কিতে জড়ানোয় বিরাট কোহলির (Virat Kohli) ম্যাচ ফি-র ৫০ শতাংশ জরিমানা করল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)।

রবিবার ইডেনের গ্যালারি প্রিয় কোহলির ব্যাটে ঝড় দেখার অপেক্ষায় ছিল। কলকাতা নাইট রাইডার্সের ২২২/৬ তাড়া করতে নেমে কোহলি শুরুটাও করেন দুরন্তভাবে। প্রথম বলেই নাইট পেসার হর্ষিত রানাকে মিড উইকেট বাউন্ডারিতে পাঠালেন। বিখ্যাত হুইপ শট খেলে। অফস্টাম্পের বাইরের বলকে যে কায়দায় চাবুকের মতো করে পিটিয়ে অনায়াসে মিড উইকেটে পাঠিয়ে দেন কোহলি। হর্ষধ্বনি দিয়ে উঠল গ্যালারি। ৬ বলে ১৮ রান করে ফেলেছিলেন কোহলি। এক চার, জোড়া ছক্কা। ইডেনের গ্যালারি প্ল্যাকার্ড তুলে ধরল, তোমার জন্য এক হাজার কিলোমিটার উজিয়ে খেলা দেখতে এসেছি বিরাট। ইডেন কাদের ঘরের মাঠ, যেন বিভ্রান্তি তৈরি হচ্ছিল।

কিন্তু তাল কাটল আরসিবি ইনিংসের তৃতীয় ওভারে। হর্ষিতের প্রথম বলটাই ছিল স্লোয়ার। তবে একটু বেশি উচ্চতায়। ভ্যাবাচ্যাকা খেয়ে গিয়ে কোহলি সহজ ক্যাচ তুলে দিলেন। ফলো থ্রুতে স্নায়ুর চাপ সামলে ক্যাচ ধরতে হর্ষিত ভুল করেননি। আম্পায়ার আঙুল তুলতেই বিরক্তি প্রকাশ করেন বিরাট। সঙ্গে সঙ্গে ডিআরএস নেন। তবে রিভিউয়ে দেখা যায়, বল তাঁর কোমরের নির্দিষ্ট উচ্চতাতেই ছিল। নিয়ম ভাঙেনি। তাই ফেয়ার ডেলিভারি। আউট ঘোষণা করা হয় কোহলিকে।

তৃতীয় আম্পায়ারের সেই সিদ্ধান্ত মানতে পারেননি বিরাট। তিনি মাঠের আম্পায়ারের দিকে তেড়ে যান। যেন খানিকটা প্রবাদপ্রতিম ডব্লিউ জি গ্রেসের মতো। যাঁকে ক্রিকেটের জনক বলা হয়। যিনি বোল্ড হয়ে যাওয়ার পর ফের উইকেট পুঁতে স্টান্স নিয়েছিলেন। আম্পায়ারকে এগিয়ে এসে বলতে হয়েছিল, তুমি আউট। বাইরে যাও। গ্রেসের জবাব কিংবদন্তি হয়ে রয়েছে। বলেছিলেন, ‘লোকে তোমার আম্পায়ারিং দেখতে আসেনি, আমার ব্যাটিং দেখতে এসেছে।’ কিন্তু ক্রিকেটে এখন প্রযুক্তির রমরমা। তাই ছাড় পেলেন না কোহলিও।

বোর্ড বিবৃতি দিয়ে জানিয়েছে, আইপিএলের আচরণবিধির ২.৮ আর্টিকলের অধীনে লেভেন ওয়ান অপরাধ করেছেন কোহলি। পরে তিনি নিজের অপরাধ কবুলও করে নেন। ম্যাচ রেফারির শাস্তির নিদানও মেনে নিয়েছেন কোহলি।

আরও পড়ুন: IPL 2024 Exclusive: শুক্রবার ইডেনে জ়ারার ডাকে সাড়া দিয়ে আসছেন বীর, অধীর অপেক্ষায় ভক্তরা

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও দেখুন