RCB Suffer back to back six defeats in IPL 2024 can they qualify for play offs

কলকাতা: এ বছরের শুরুটা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) জন্য বেশ ভালই হয়েছিল। স্মৃতি মান্ধানার নেতৃত্বাধীন আরসিবি মহিলা দল ডব্লিউপিএল খেতাব জেতে। খেতাবের খরা কাটার পরে আরসিবি সমর্থকরা আশায় ছিলেন যে এবার হয়তো বিরাট কোহলিরাও আইপিএলে (IPL 2024) ভাল কিছু করবেন। তবে টুর্নামেন্টের প্রথমার্ধ শেষে তাঁরা যে হতাশই হয়েছেন, তা বলাই বাহুল্য।

চলতি আইপিএলে নাগাড়ে ছয় ম্যাচ হেরেছেন ফাফ ডু প্লেসি, বিরাট কোহলিরা। আট ম্যাচ পরে আরসিবির সংগ্রহ মাত্র দুই পয়েন্ট। কেকেআরের বিরুদ্ধে রবিবার এ মরশুমের সপ্তম ম্যাচটি হারে আরসিবি। আইপিএলের পয়েন্ট তালিকায় সবার নীচে তারা। অনেকেই মনে করছেন তাঁদের প্লে-অফে পৌঁছনোর স্বপ্ন শেষ হয়ে গিয়েছে। সত্যিই কি তাই? আরসিবি কি আর এবারের টুর্নামেন্টের প্লে-অফে পৌঁছতে পারবে না? 

আরসিবির এই পরিস্থিতি থেকে প্লে-অফে পৌঁছনোটা ভীষণ কঠিন হলেও, খাতায় কলমে কিন্তু তারা এখনও দৌড় থেকে ছিটকে যায়নি। কোহলিদের এই মরশুমে আর ছয়টি গ্রুপ পর্বের ম্যাচ বাকি রয়েছে। সর্বপ্রথম প্লে-অফে পৌঁছনোর জন্য তাদের নিজেদের বাকি সব ম্যাচ জিততে হবে। কোহলিরা নিজেদের পরবর্তী ম্যাচে ইনফর্ম সানরাইজার্স হায়দরাবাদেরব মুখোমুখি হবে। তার পরের ম্যাচ গত বারের রানার্স গুজরাত টাইটান্সের বিরুদ্ধে। চ্যালেঞ্জটা বেশ কঠিন।

বর্তমানে যা পরিস্থিতি তাতে একটি ম্যাচ হারলেও আরসিবির প্লে-অফে যাওয়ার আশা কিন্তু শেষ হয়ে যেতে পারে। শেষ ছয় ম্যাচ জিততে পারলে ‘গার্ডেন সিটি’র ফ্র্যাঞ্চাইজির গ্রুপ পর্বের শেষে পয়েন্ট দাঁড়াবে ১৪। এতে অবশ্য আরসিবির প্লে-অফ নিশ্চিত হবে না। তাদের অন্য দলগুলির দিকে তাকিয়ে থাকতেই হবে। 

আরসিবিকে নিজেদের বাকি সব ম্যাচ তো জিততে হবেই, পাশাপাশি অন্য দলের ম্যাচগুলির ফলাফলের ওপর তাদের ভাগ্য নির্ভর করবে। এক্ষেত্রে নেট রান রেট প্লে-অফের দল নির্ধারণের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আরসিবির বর্তমানে নেট রান রেট -১.০৪৬। টুর্নামেন্টের দশ দলের মধ্যে কেবল গুজরাত টাইটান্সের (-১.০৫৫) নেট রান রেটই আরসিবির থেকে খারাপ। বাকি দলগুলিকে নেট রান রেটে পিছনে ফেলতে হলে তাই আরসিবিকে যে শুধু ম্যাচ জিততেই হবে, তেমনটা কিন্তু নয়। জিততে হবে বেশ বড় ব্যবধানেও। খাতায় কলমে শেষ না হলেও, আরসিবির প্লে-অফে পৌঁছনোর অঙ্কটা যে বেশ জটিল, তা বলাই বাহুল্য। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: আইপিএলে নজরকাড়া পারফরম্যান্স, ময়ঙ্ক, পরাগদের জন্য ভারতীয় বিশ্বকাপ দলের দরজা খুলবে? 

আরও দেখুন