SSC Recruitment Scam New Angle: পুরো নতুন করে নিয়োগ করবে SSC, এল ব্যাখ্যা, যোগ্য প্রার্থীরা বাড়তি সুবিধা পাবেন?

একেবারে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে স্কুল সার্ভিস কমিশনকে (এসএসসি)। সোমবার যে রায় দেয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, সেটার ব্যাখ্যা দেওয়া হল। আর সেই ব্যাখ্যার প্রেক্ষিতে আইনজীবী মহলের একাংশের বক্তব্য, ২০১৬ সালে যাঁরা নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিলেন, তাঁরা নয়া নিয়োগ প্রক্রিয়ায় কোনও অগ্রাধিকার পাবেন না। অর্থাৎ যে প্রার্থীরা কোনওরকম দুর্নীতি ছাড়াই চাকরি পেয়েছিলেন, তাঁদের পুরোটাই নতুন করে শুরু করতে পারে। সেইসঙ্গে যে প্রার্থীদের সরকারি চাকরির পরীক্ষার বয়স পেরিয়ে গিয়ে গিয়েছে, তাঁরা নয়া নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন কিনা, সেই প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। কারণ ২০১৬ সালে যাঁরা এসএসসি নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে চাকরি পেয়েছিলেন, তাঁদের মধ্যে এমন কয়েকজন প্রার্থী আছেন, যাঁদের সরকারি চাকরির পরীক্ষায় বসার বয়সসীমা পেরিয়ে গিয়েছে। সেই বিষয়টি এখনও স্পষ্ট হয়নি।

কীভাবে নয়া নিয়োগ প্রক্রিয়া হবে?

হাইকোর্টের রায়ের নয়া ব্যাখ্যা অনুযায়ী, একেবারে নতুনভাবে নিয়োগ প্রক্রিয়া শুরু করবে এসএসসি।

(বিস্তারিত পরে আসছে)