Audio Leak Case:কেন্দ্রীয় মন্ত্রীর কথপোকথনের গোপন অডিও গেহলটই দিয়েছিলেন তাঁর সহায়ককে! বিস্ফোরক দাবি লোকেশ শর্মার

২০২৪ লোকসভা ভোটের আগে রাজস্থানে বিস্ফোরক দাবি করলেন সেখানে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেসের বর্ষীয়ান নেতা অশোক গেহলটের প্রাক্তন সহকারী লোকেশ শর্মা। তিনি বলছেন, রাজস্থানে সরকার ফেলা নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র শেখাওয়াতের সঙ্গে কংগ্রেস নেতাদের ফোনের কথপোকথনের যে অডিও ক্লিপ তিনি প্রকাশ্যে আনেন, তা তাঁকে দিয়েছিলেন খোদ অশোক গেহলট। উল্লেখ্য, লোকেশের বিরুদ্ধে ২০২১ সালের মার্চে ফোনে আড়িপাতা সংক্রান্ত এফআইআর দায়ের করা হয় কেন্দ্রীয় মন্ত্রী শেখাওয়াতের তরফে। এরপর লোকেশ সাফ দাবি করছেন, সোশ্যাল মিডিয়া থেকে নয়, বরং ওই অডিয়ো ক্লিপ তাঁকে দিয়েছিলেন অশোক গেহলট।

এর আগে, লোকেশ শর্মা দাবি করেছিলেন যে, তিনি ওই চ্যাট অডিও সোশ্যাল মিডিয়া থেকে তিনি পেয়েছেন। যদিও এখন ভোটের মুখে লোকেশের দাবি, এই চ্যাট অডিও তিনি পেয়েছেন তৎকালীন মুখ্যমন্ত্রী অশোক গেহলটের কাছ থেকে। একটি পেন ড্রাইভ রিপোর্টারদের কাছে তুলে ধরে লোকেশ শর্মা বলেছেন, ‘সোশ্যাল মিডিয়া থেকে অডিও ক্লিপটি পাইনি। তৎকালীন মুখ্যমন্ত্রী অশোক গেহলট আমাকে এই পেনড্রাইভের মাধ্যমে এই সমস্ত অডিও ক্লিপ দিয়েছিলেন এবং মিডিয়াতে প্রচার করতে বলেছিলেন। আমি তার নির্দেশ পালন করেছি।’

( Bank Holiday for Vote 2024: শুক্রবার থেকে ৩ দিন ব্যাঙ্ক বন্ধ বহু জায়গায় ! ২৬ এপ্রিল ভোটের দিন কোথায় কোথায় খোলা থাকবে না?)

এদিকে, রাজস্থানের ভোটে ছেলে বৈভবের সঙ্গে প্রচারে ব্যস্ত অশোক গেহলট এখনও পর্যন্ত এই বিষয়ে পাল্টা কিছু জানাননি। এদিকে, অভিযোগ ছিল, ওই অডিয়ো ক্লিপে কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের সঙ্গে কংগ্রেস নেতাদের কথা হয়েছিল সেই সময় অশোক গেহলটের নেতৃত্বধীন কংগ্রেস সরকারকে ফেলা নিয়ে। সেই অভিযোগ তুলে এই অডিয়ো ফাঁস ঘিরে সরব হয়েছিল কংগ্রেস। তারপরই লোকেশের বিরুদ্ধে দিল্লিতে এফআইআর করেন কেন্দ্রীয় মন্ত্রী শেখাওয়াত। এদিকে, এই অডিয়ো ফাঁস মামলায় হাইকোর্ট লোকেশ শর্মাকে অন্তর্বর্তী জামিনে মুক্তি দেয়। এরপর বুধবারই লোকেশ এই বিস্ফোরক দাবি করেছেন। লোকেশ বলছেন, ক্রাইম ব্রাঞ্চ তাঁকে বহুবার প্রশ্ন করলেও এই অডিওর সূত্র তিনি জানাননি। যখন লোকেশের বিরুদ্ধে মামলা হয়েছিল, তখন গেহলটের থেকে সমস্ত সহযোগিতা আশ্বাস লোকেশ পেয়েছিলেন বলে দাবি করেন। যদিও পরে তাঁর প্রতি উদাসিনতা ও জেরার জেরে  লোকেশ মানসিকভাবে বিধ্বস্ত হয়েছেন বলে দাবি করেন।