Mamata Banerjee: মমতার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ, মামলা গ্রহণ করেও পদক্ষেপ স্পষ্ট করল না HC

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার স্বতঃপ্রণোদিত মামলার আবেদন গ্রহণ করল কলকাতা হাইকোর্টে। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের বেঞ্চে এই আবেদন জানিয়েছিলেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য, কৌস্তভ বাগচী এবং অনিন্দ্যসুন্দর দাস। তবে পদক্ষেপের বিষয়টি এখনও স্পষ্ট করেনি আদালত।

আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে তাঁদের হলফনামা দিতে বলা হয়। বৃহস্পতিবার দুপুর ২টোয় মামলার আবেদনের শুনানি হয় প্রধান বিচারপতির বেঞ্চে। বেঞ্চ জানিয়ে দেয়, আইনজীবীদের আবেদন গ্রহণ করা হলেও কী পদক্ষেপ করা হবে তা আপাতত বিবেচনাধীন রাখা হচ্ছে।

আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য, কৌস্তভ বাগচী এবং অনিন্দ্যসুন্দর দাস ছাড়াও মুখ্যমন্ত্রী মন্তব্যের বিরুদ্ধে পাঁচটি আবেদন জমা পড়ে। প্রধান বিচারপতি শুনানির পর বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের প্রেক্ষিতে স্বতঃপ্রণোদিত ব্যবস্থা নেওয়া হবে কিনা তা আপাতত বিবেচনাধীন থাকছে। তবে আবেদনটি গ্রহণ করা হল।’

তবে আবেদন গ্রহণ করা হলেও মামলাটির ভবিষ্যৎ কী হবে তা একটি বেঞ্চ ঠিক করবে। প্রধান বিচারপতি বেঞ্চ জানায়, আদালত নিয়ে মন্তব্যে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পদক্ষেপ করা হবে কিনা তা ওই বেঞ্চ ঠিক করবে।