IPL 2024 Bengal Pro T20 scheduled to start from 11 June Sourav Ganguly may inaugurate trophy CAB news update

কলকাতা: আইপিএলের (IPL 2024) মাঝেই বাংলার প্রথম ফ্র্যাঞ্চাইজি নির্ভর টি-টোয়েন্টি লিগের দিনক্ষণ চূড়ান্ত হয়ে গেল। ১১ জুন থেকে শুরু হবে বেঙ্গল প্রো টি-টোয়েন্টি (Bengal Pro T20)। চলবে ২৮ জুন পর্যন্ত। সিএবি ও আরিভা স্পোর্টসের যৌথ উদ্যোগে ৮টি করে পুরুষ ও মহিলা দলকে নিয়ে হবে এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট।

সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বলেছেন, ‘উদ্বোধনের দিন সন্ধ্যায় শুধু একটি পুরুষদের ম্যাচ হবে। পরের দিন অর্থাৎ ১২ জুন শুরু হবে মহিলাদের টুর্নামেন্ট। সেদিন মহিলাদের দুটি ম্যাচ হবে। দুটি বিভাগেরই খেলা শেষ হবে ২৮ জুন।’

আগেই জানা গিয়েছিল যে, পুরুষদের সব ম্যাচ হবে ইডেন গার্ডেন্সে ও মহিলাদের সব ম্যাচ হবে সল্ট লেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে। পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করা হবে শীঘ্রই। বেশিরভাগ দিনই দুটি করে ম্য়াচ হবে। প্রত্যেক দল অন্য দলের সঙ্গে একবার করে খেলবে।

৩ মে ট্রফি উন্মোচন করা হবে এক অনুষ্ঠানের মাধ্যমে। সেই অনুষ্ঠানের সেরা আকর্ষণ হতে পারেন সৌরভ গঙ্গোপাধ্যায়। যাঁকে মুখ করে টুর্নামেন্টের প্রচার চালাতে চায় বঙ্গ ক্রিকেটের নিয়ামক সংস্থা। ২৯ এপ্রিল কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচ রয়েছে দিল্লি ক্যাপিটালসের। সেই ম্যাচের সময় কলকাতায় থাকবেন দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভও। দিল্লির পরের ম্যাচ ৭ মে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। তাই ৩ মে সৌরভের থাকা নিয়ে সমস্যা হবে না।

সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস বলেছেন, ‘ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশিকা অনুযায়ী ১৫ সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি মাসের শেষ পর্যন্ত টুর্নামেন্ট আয়োজন করা যাবে না। তারপর হবে ডব্লিউপিএল ও আইপিএল। তাই জুন মাস ছাড়া বেঙ্গল প্রো টি-টোয়েন্টি আয়োজনের আর কোনও বিকল্প সময় সিএবি-র হাতে নেই।’                 

আইপিএল শেষ হওয়ার পরেও চার-ছক্কার বিনোদন ও ধুন্ধুমার ক্রিকেট দেখার সুযোগ পাবেন বাংলার ক্রিকেটপ্রেমীরা। ১৮ দিন ধরে ৩১টি ম্যাচ হবে পুরুষ ও মহিলা বিভাগে। এখনও আটটি দলের সবকটির মালিকানা সত্ত্ব কোন কোন সংস্থার হাতে গেল, তা ঘোষণা করা হয়নি। কয়েকদিনের মধ্যেই বাকি সব দলের ফ্র্যাঞ্চাইজিদের নাম ঘোষণা করা হবে বলেই সিএবি সূত্রে খবর।              

আরও পড়ুন: IPL Exclusive: টি-টোয়েন্টি ক্রিকেটে কোন মন্ত্রে সফল? কেকেআরের কাঁটা হয়ে উঠবেন ইডেনে?

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও দেখুন