Sandeshkhali arms recovered: সন্দেশখালিতে CBI হানা, TMC পঞ্চায়েত সদস্যের আত্মীয়ের বাড়িতে মিলল বিদেশি অস্ত্র

সন্দেশখালিকাণ্ডে আরও বিপদ বাড়ল তৃণমূলি গুন্ডা শেখ শাহজাহানের। এবার শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বাড়ি থেকে উদ্ধার হল অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র। শুক্রবার সিবিআইয়ের ১০ সদস্যের দল সন্দেশখালির আগরহাটি গ্রাম পঞ্চায়েতের মল্লিকপাড়ায় তল্লাশি চালিয়ে বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: আজ মনোনয়ন জমা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের, ইস্তফা দিলেন শ্রীরামপুরের পুরপ্রধান, কেন?

পড়তে থাকুন: লোকসভা ভোটে EVM’র সাথে VVPAT’র ১০০% ভোট মিলিয়ে দেখা হবে? রায়দান করে কী জানাল সুপ্রিম কোর্ট

সন্দেশখালিতে সিবিআইয়ের অভিযান

আগরহাটি গ্রাম পঞ্চায়েতের মল্লিক পাড়ায় তৃণমূলি সদস্য হাফিজুল খাঁর আত্মীয়ের বাড়িতে বোমা মজুত রয়েছে বলে খবর পেয়ে শুক্রবার সকালে সেখানে তল্লাশিতে পৌঁছয় সিবিআইয়ের দল। চারিদিকে ভেড়ি দিয়ে ঘেরা দ্বীপের মতো বাড়িটিতে পৌঁছে অত্যাধুনিক যন্ত্র দিয়ে তল্লাশি শুরু করেন সিবিআইয়ের তদন্তকারীরা। তল্লাশিতে বেরিয়ে একের পর এক আগ্নেয়াস্ত্র ও কার্তুজ। তার মধ্যে বেশ কয়েকটি বিদেশি আগ্নেয়াস্ত্র। অস্ত্রগুলি বাজেয়াপ্ত করেছে সিবিআই।

লুকিয়ে রাখা ছিল অস্ত্র

গোয়েন্দাদের অনুমান, শুক্রবার উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রগুলি শেখ শাহজাহান ও তার অনুগামীদের কাছে ছিল। এগুলি দিয়েই এলাকায় ত্রাস তৈরি করে রেখেছিল শাহজাহান বাহিনী। গত ৫ জানুয়ারি ইডির ওপর হামলার পর দেশজোড়া শোরগোল শুরু হতে আগ্নেয়াস্ত্রগুলি লুকিয়ে ফেলে শাহজাহান ও তার বাহিনী। আগরহাটি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলি সদস্যের বোনের ভেড়ি দিয়ে ঘেরা বাড়িকেই সেজন্য নিরাপদ ঠিকানা বলে মনে করে তারা। তৃণমূলি পঞ্চায়েত সদস্যের বোনের স্বামী আবু তালেব মোল্লাও এলাকায় তৃণমূল নেতা বলেই পরিচিত। 

আরও পড়ুন: ‘২৬ হাজার পরিবারের সুখ ছিনিয়ে নিল TMC-র দুর্নীতি’, মোদীর মুখে SSC রায়

সিবিআই সূত্রে খবর, কী ভাবে কার কাছ থেকে এই বিপুল অস্ত্র মজুত করা হয়েছিল তা জানতে সন্দেশখালিকাণ্ডে ধৃতদের জেরা করবে গোয়েন্দারা। সঙ্গে যোগ করা হবে অস্ত্র আইনের ধারা। এই অস্ত্রগুলি ব্যবহার করে কোনও হত্যার ঘটনা ঘটেছে কি না তাও খতিয়ে দেখবেন তাঁরা। শেষ খবর পাওয়া পর্যন্ত আরও অস্ত্র ও বোমার সন্ধানে তল্লাশি চালাচ্ছে সিবিআই।