Madhyamik 2024 Result Timings: সকাল-সকাল মাধ্যমিকের রেজাল্ট! কখন থেকে ওয়েবসাইটে দেখা যাবে? কখন মার্কশিট মিলবে?

আগামী ২ মে সকাল ন’টায় আনুষ্ঠানিকভাবে মাধ্যমিকের ফলপ্রকাশ করা হবে। শুক্রবার মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে, ২ মে সকাল ন’টায় সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে মাধ্যমিকের রেজাল্ট ঘোষণা করবে পর্ষদ। তারপর সকাল ৯ টা ৪৫ মিনিট থেকে ওয়েবসাইটে মাধ্যমিকের রেজাল্ট দেখা যাবে। আর সকাল ১০ টা থেকে পর্ষদের নির্দিষ্ট ক্যাম্প অফিস থেকে মার্কশিট এবং সার্টিফিকেট প্রদান করা হবে বলে পর্ষদের তরফে জানানো হয়েছে। অর্থাৎ দিনের দিনই মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট প্রদান করা হবে।

আরও পড়ুন: HS exam rules under semester system: থাকছে সাপ্লি, কবে সেমেস্টারের পরীক্ষা? কীভাবে উচ্চমাধ্যমিকের নম্বর যোগ? বলল সংসদ

কোন কোন ওয়েবসাইট থেকে মাধ্যমিকের রেজাল্ট দেখা যাবে?

১) হিন্দুস্তান টাইমস বাংলা (bangla.hindustantimes.com)

২) wbbse.wb.gov.in

৩) wbresults.nic.in

কীভাবে হিন্দুস্তান টাইমস বাংলা থেকে মাধ্যমিকের রেজাল্ট দেখবেন?

১) হিন্দুস্তান টাইমস বাংলায় চলে আসুন।

২) হোমপেজেই ‘পরীক্ষার রেজাল্ট’ দেখতে পাবেন। তাতে ক্লিক করতে হবে।

৩) নতুন একটি পেজ খুলে যাবে। নয়া পেজের উপরেই ‘Bangla Board Results 2024′ আছে। সেটার নীচেই আছে ’10th Board Results’। তাতে ক্লিক করুন।

৪) যে নতুন পেজ খুলবে, তাতে পরীক্ষার্থীর রোল নম্বর এনং জন্মতারিখ দিতে হবে। আর সাবমিট করতে হবে সেখানে। তাহলেই স্ক্রিনে মাধ্যমিকের রেজাল্ট দেখতে পারবেন।

আরও পড়ুন: HS semester system marks division: উচ্চমাধ্যমিকের সেমেস্টারে কতগুলি সহজ প্রশ্ন থাকবে? কটা কঠিন হবে? জানাল সংসদ

কোন কোন জায়গা থেকে মাধ্যমিকের মার্কশিট ও সার্টিফিকেট বণ্টন করা হবে?

২ মে সকাল ১০ টা থেকে পর্ষদের নির্ধারিত ক্যাম্প শিবির থেকে স্কুলের প্রতিনিধিদের হাতে মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট তুলে দেওয়া হবে। তবে এবার লোকসভা নির্বাচনের জন্য ক্যাম্প অফিস পালটে ফেলা হয়েছে। এবার নয়া ক্যাম্প অফিস থেকে মাধ্যমিকের মার্কশিট ও সার্টিফিকেট বণ্টন করা হবে। কোন মহকুমায় কোন ক্যাম্প অফিস থেকে মাধ্যমিকের মার্কশিট ও সার্টিফিকেট বণ্টন করা হবে, সেই তালিকা দেখে নিন –

১) বোলপুর মহকুমা: বোলপুর বিবেকানন্দ বিদ্যাপীঠ। 

২) রামপুরহাট মহকুমা: রামপুরহাট ডক্টর শরদিন্দু মজুমদার বিদ্যানিকেতন। 

৩) চন্দননগর মহকুমা: চন্দননগর কানাইলাল বিদ্যামন্দির।

৪) মুর্শিদাবাদ মহকুমা: বহরমপুর মহারানি কাশীশ্বরী গার্লস হাইস্কুল। 

৫) হাওড়া (সদর) মহকুমা: জগাছা হাইস্কুল। 

৬) কাকদ্বীপ মহকুমা: কাকদ্বীপ জ্ঞানদাময়ী বিদ্যাপীঠ (হাইস্কুল)।

৭) কালিম্পং মহকুমা: কালিম্পং কুমুদিনি হোমস।

৮) মালদা মহকুমা: মালদা উমেশচন্দ্র বাস্তুহারা বিদ্যালয়।

আরও পড়ুন: Class 10th Board Exam Toppers: রিলসের নেশায় ডুবে নেই, সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন না মাধ্যমিকের প্রথম ও দ্বিতীয়