Vanuatu stun Zimbabwe to kick off T20 World Cup Qualifier know in details

আবু ধাবি: মহিলাদের ক্রিকেটে বড় অঘটন। জ়িম্বাবোয়েকে হারিয়ে দিল ভানুয়াটু (Vanuatu vs Zimbabwe)। মহিলাদের টি-টোয়েন্টি ক্রিকেটে যাদের ব়্যাঙ্কিং ৩০। যেখানে জ়িম্বাবোয়ের ব়্যাঙ্কিং ১২। সেই জ়িম্বাবোয়েকে ৬ উইকেটে হারিয়ে দিল ভানুয়াটু। মাত্র ৬১ রানে জ়িম্বাবোয়েকে অল আউট করে দেয় ভানুয়াটু। টি-টোয়েন্টি ক্রিকেটে এটাই জ়িম্বাবোয়ের মহিলা দলের সর্বনিম্ন স্কোর। 

ভানুয়াটুর খেলাধুলোর ইতিহাসে এই সাফল্য হয়তো স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ছোট্ট দ্বীপ, যেখানে জনবসতি ৩ লক্ষের সামান্য বেশি, এবারই প্রথম পুরুষ ও মহিলাদের বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বে প্রথম অংশ নিল। এই প্রথম ইস্ট এশিয়া প্যাশিফিক অঞ্চলের বাইরের কোনও দেশের সঙ্গে খেলল ভানুয়াটু। আবু ধাবির এই ম্যাচে অবশ্য শুরু থেকে দাপট দেখিয়েছে ভানুয়াটু। বিশেষ করে ভানুয়াটুর স্পিনাররা। তাদের দুই স্পিনার ভানিসা ভিরা ও নাসিমানা নাভাইকা মিলে সাত উইকেট তুলে নেন। নৈশালোকে খেলার খুব একটা অভ্যাস নেই জ়িম্বাবোয়ের ক্রিকেটারদের। তারই সুবিধা নেন ভানুয়াটুর ক্রিকেটারেরা। বিশেষ করে দলের স্লো বোলাররা। জ়িম্বাবোয়ের ব্যাটারদের নাজেহাল করে ছাড়েন।

শুরুতেই অফস্পিনার ভিরা ফেরান মডেস্টার মুপাচিকওয়াকে। তবে তার তিন ওভার পর থেকে শুরু হয় জ়িম্বাবোয়ের প্রকৃত সমস্যা। পরপর দু’বলে চিপো মুগেরি তিরিপানো ও জ়িম্বাবোয়ের অধিনায়ক মেরি অ্যান মুসন্দাকে ফিরিয়ে দেন মিডিয়াম পেসার রাচেল অ্যান্ড্রু। এরপর জ়িম্বাবোয়ের ইনিংসের হাল ধরার চেষ্টা করেন শার্ন মেয়ার্স। তবে ১২ বলে ১৬ রান করে পাওয়ার প্লে-র শেষ ওভারে তিনি ফিরে যান। ৬ ওভারের শেষে জ়িম্বাবোয়ের স্কোর দাঁড়ায় ৩৮/৪।

এরপর লেগস্পিনার নাভাইকা ১০ বলের মধ্যে চার উইকেট তুলে নেন। কেরিয়ারের সেরা ফিগার সহ মাঠ ছাড়েন তিনি। ১৩ রানের বিনিময়ে ৪ উইকেট তুলে নিয়ে। ১১ ওভারে ৫৫/৮ হয়ে যায় জ়িম্বাবোয়ে। ১৪ ওভারে অল আউট হয়ে যায় জ়িম্বাবোয়ে।

 

জবাবে ব্যাট করতে নেমে শুরুর পাওয়ার প্লে-তে তিন উইকেট হারিয়ে ২৫ রান তোলে ভানুয়াটু। তবে আপর কোনও বিপর্যয় হয়নি। ২১ বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয় তারা।

আরও পড়ুন: টি-টোয়েন্টি ক্রিকেটে কোন মন্ত্রে সফল? কেকেআরের কাঁটা হয়ে উঠবেন ইডেনে?

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও দেখুন