CBI quizzing Sujaykrishna: কোথায় গেল দুর্নীতির টাকা? সুজয়কৃষ্ণসহ ৩ জনকে জেরা করতে প্রেসিডেন্সি জেলে গেল CBI

নিয়োগ দুর্নীতির টাকার হদিশ পেতে সুজয়কৃষ্ণ ভদ্রকে জেরা করতে প্রেসিডেন্সি জেলে পৌঁছল সিবিআই। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ তৃণমূল নেতা সন্তু বন্দ্যোপাধ্যায়ে জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতে জেলবন্দি সুজয়কৃষ্ণ, অয়ন শীল ও শান্তনু বন্দ্যোপাধ্যায়কে জেরা করতে প্রেসিডেন্সি জেলে পৌঁছেছেন তাঁরা।

আরও পড়ুন: শাহজাহানের অস্ত্রভাণ্ডার লুকাতেই কি EDর ওপর হামলা? অস্ত্র উদ্ধারে উঠছে প্রশ্ন

পড়তে থাকুন: ‘মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করে তৃণমূলকে জঙ্গি সংগঠন বলে ঘোষণা করতে হবে’

নিয়োগ দুর্নীতির তদন্তে গত বৃহস্পতিবার পার্থ ঘনিষ্ঠ সন্তু বন্দ্যোপাধ্যায়কে নিজাম প্যালেসে জেরা করেন সিবিআইয়ের গোয়েন্দারা। সূত্রের খবর, জেরায় অয়ন শীল জানিয়েছিলেন, কুন্তল ঘোষের নির্দেশে এই সন্তু বন্দ্যোপাধ্যায়কে ২৬ কোটি টাকা দিয়েছিলেন তিনি। সেই টাকা কোথায় গেল তা জানতে এদিন সুজয়কৃষ্ণকে জেরা করছে সিবিআই। সঙ্গে টাকা কী ভাবে সন্তুর কাছে পৌঁছে দেওয়া হয়েছিল তা জানতে জেরা করা হচ্ছে শান্তনু ও অয়ন শীলকে।

শনিবার বেলা ১১টা নাগাদ প্রেসিডেন্সি সংশোধনাগারে আদালতের নথি নিয়ে পৌঁছন সিবিআইয়ের ৫ আধিকারিক। সূত্রের খবর, জেলের ভিতরে আলাদা আলাদা করে ৩ জনকে জেরা করছেন তদন্তকারীরা।

বলে রাখি, চলতি সপ্তাহেই আদালতে রিপোর্ট পেশ করে ED জানিয়েছে, CFSLএর রিপোর্টে সুজয়কৃষ্ণের কণ্ঠস্বর মিলে গিয়েছে। ফলে সুজয়কৃষ্ণ ঘনিষ্ঠ সিভিক ভলান্টিয়ারের ফোন থেকে যে কল রেকর্ডিং উদ্ধার হয়েছে তা এবার আদালতে প্রমাণ হিসাবে ব্যবহার করতে পারবে তদন্তকারী সংস্থাগুলি। ইডির দাবি, ওই সিভিক ভলান্টিয়ারকে দিয়েই টাকা লেনদেন করতেন সুজয়কৃষ্ণ।

আরও পড়ুন: শাহজাহানের ডেরায় সিবিআই তল্লাশিতে পাওয়া গেল পুলিশের রিভলভার ও বিদেশি পিস্তল

প্রশ্ন উঠছে, জেরায় কি তাহলে সন্তু সুজয়কৃষ্ণকে টাকা দিয়েছেন বলে জানিয়েছেন? তা হয়ে থাকলে সুজয়কৃষ্ণর থেকে টাকা গেল কোথায়? ফোন থেকে উদ্ধার হওয়া কল রেকর্ডিং কি এই প্রশ্নের উত্তর খুঁজতে সাহায্য করবে?