DC vs MI Live: দিল্লির বিরুদ্ধে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন হার্দিক, দু দলেই একটি করে পরিবর্তন

<p>চলতি আইপিএলে দুটো দলের কারও হালই ভাল ছিল না শুরুর দিকে। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২৯ রানে হেরে যেতে হয়েছিল পন্থের দলকে। শুরুর পাঁচ ম্য়াচে মাত্র একটি জয় ছিনিয়ে নিয়েছিল দিল্লি। কিন্তু সেখান থেকেই ঘুরে দাঁড়ায় তারা। শেষ চার ম্য়াচে খেলতে নেমে তিনটি ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছিল দিল্লি শিবির। পয়েন্ট টেবিলেও ষষ্ঠস্থানে জায়গা করে নিয়েছে তারা। এই মুহূর্তে পয়েন্ট টেবিলে অন্যদিকে নয় নম্বরে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স।&nbsp;</p>
<p>এই মাঠে শেষ দুটো খেলায় বড় রান বোর্ডে উঠেছিল। এই খেলাতেও তেমনটাই যে হতে চলেছে তা মোটামুটি নিশ্চিত। এর আগে বিকেলের প্রথম ম্য়াচে শেষবার এই মাঠে খেলা হয়েছিল গত বছর। দিল্লি বনাম চেন্নাই ম্য়াচে প্রথমে ব্যাট করতে নেমে সিএসকে বোর্ডে ২২৩ রান তুলে নিয়েছিল। এরপর তারা দিল্লিকে ১৪৬ রানে আটকে দিয়েছিল। এই মাঠে চলতি বছরে আগে ব্যাটিং করে সাফল্য এসেছে।&nbsp;</p>
<p>&nbsp;</p>