Joint Entrance 2024: জয়েন্টে পরিদর্শক হওয়ায় বাধা নেই চাকরিহারা শিক্ষকদের, জানাল বোর্ড

কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি চলে গিয়েছে প্রায় ২৬ হাজার জনের। ইতিমধ্যেই এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। তবে এই নির্দেশের ফলে শিক্ষক সঙ্কট দেখা দিয়েছে একাধিক স্কুলে। এই অবস্থায় স্কুলগুলিতে পঠনপাঠন নিয়ে সমস্যা তৈরি হয়েছে। তার ওপর আগামীকাল রয়েছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। রাজ্য জুড়ে ৩৮৮টি পরীক্ষা কেন্দ্রে জয়েন্ট হবে। রাজ্যজুড়ে এই অবস্থায় চাকরিহারা শিক্ষকরা পরীক্ষাকেন্দ্রে পরিদর্শক হতে পারবেন কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছিল। এবার তা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড।

আরও পড়ুন: জয়েন্ট পরীক্ষার জন্য ১২ স্পেশাল ট্রেন চালাবে, চলবে বাড়তি মেট্রোও, রইল সময়সূচি

এ বিষয়ে বোর্ডের তরফে জানানো হয়েছে, ওই সমস্ত শিক্ষকরা যে পরীক্ষায় ডিউটিতে থাকতে পারবেন না তা নিয়ে কোনও বিজ্ঞপ্তি জারি করা হচ্ছে না। অর্থাৎ চাকরি বাতিলের তালিকায় থাকা শিক্ষকরা ডিউটি করতে পারবেন। তবে সে ক্ষেত্রে শুধুমাত্র পূর্ণ সময়ের শিক্ষকরা গার্ড দেবেন বলে বোর্ডের তরফে জানানো হয়েছে।

বোর্ডের বক্তব্য, স্কুলের পক্ষ থেকে যেমন আয়োজন করা হবে সেরকমই হবে। স্কুলকে সহযোগিতার জন্য আবেদন জানানো হয়েছে। স্কুলের প্রশাসনিক বিষয়ে কোনওরকমের হস্তক্ষেপ করা হবে না। অর্থাৎ চাকরিরাদের ডিউটিতে রাখা হবে কি হবে না সেটা সম্পূর্ণ স্কুলের বিষয় বলেই জানিয়ে দিয়েছে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। মধ্যশিক্ষা পর্ষদের এক আধিকারিক জানিয়েছেন, তাদের তরফেও এই ধরনের কোন বিজ্ঞপ্তি জারি করা হয়নি।

সেক্ষেত্রে চাকরি বাতিলের তালিকায় থাকা শিক্ষকরা জানিয়েছেন, তাদের জয়েন্টের ডিউটিতে ডাকা হলে তাঁরা অবশ্যই যাবেন। যদিও তাদের বক্তব্য, তাঁরা যে ডিউটি করতে পারবেন সেই ধরনের কোনও নির্দেশও আসেনি তাদের কাছে। তবে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় পরিদর্শকের কাজ করতে তাদের আপত্তি নেই বলেই জানিয়েছেন অধিকাংশ শিক্ষক। 

অনেকের বক্তব্য, হাইকোর্ট রায় দিলেও মধ্যশিক্ষা পর্ষদের তরফে তাদের কোনও নির্দেশ দেওয়া হয়নি। প্রসঙ্গত, এবারের জয়েন্ট এন্ট্রান্সে মোট আবেদনকারী সংখ্যা ১,৪২,৬৯২। গতকালের থেকে এবার পরীক্ষার্থীর সংখ্যা বেশি হওয়ায় পাড়ায় পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ৮২ টি বেড়েছে। উল্লেখ্য, গত বছর পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ছিল ৩০৬ আর এবার তা বেড়ে হয়েছে ৩৮৮ টি।